হাইকোর্টের নির্দেশের পর ষষ্ঠীতেই আপার প্রাইমারির ফলপ্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন

মেধা তালিকা প্রকাশের পর তা নিয়ে কোনও চাকরিপ্রার্থীর যদি কোনও অভিযোগ থাকে, তবে তিনি সেটা ২১ দিনের মধ্যে জানাবেন।

Updated By: Oct 2, 2019, 07:21 PM IST
হাইকোর্টের নির্দেশের পর ষষ্ঠীতেই আপার প্রাইমারির ফলপ্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন

নিজস্ব প্রতিবেদন : আগামী ৪ তারিখ অর্থাৎ শুক্রবার আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত, গতকালই মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরই আজ মেধা তালিকা প্রকাশের দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন।

তবে মেধা তালিকা প্রকাশ করলেও নিয়োগের জট কাটছে না এখনই। নিয়োগের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা আপাতত বহাল রেখেছে হাইকোর্ট। গতকাল আদালত নির্দেশ দেয়, আগামী ৭ দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি আরও বলা হয়, মেধা তালিকা প্রকাশের পর তা নিয়ে কোনও চাকরিপ্রার্থীর যদি কোনও অভিযোগ থাকে, তবে তিনি সেটা ২১ দিনের মধ্যে জানাবেন।

আরও পড়ুন, বন্যা পরিস্থিতির মোকাবিলায় নবান্নে খুলল মনিটরিং সেল, জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স মুখ্যসচিবের

সব মিলিয়ে কিছুটা আশার আলো চাকরিপ্রার্থীদের জন্য। পুরো জট না কাটলেও, গতকাল আদালতের নির্দেশ, এরপর আজ ফলপ্রকাশের দিনঘোষণা, আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া অন্তত কিছুটা এগোল বলা যায়।

.