সোমবার এসএসসি নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলপ্রকাশ

নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা প্রায় ১৩ হাজার।

Updated By: Mar 9, 2018, 01:20 PM IST
সোমবার এসএসসি নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলপ্রকাশ

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ দেড় বছরের অপেক্ষা ও উদ্বেগের অবসান। আগামী ১২ মার্চ নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। ওই দিন বিকালে কমিশনের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ২০১৬ সালে। এরপর মৌখিক পরীক্ষা হয় ২০১৭-তে। এই দুয়ের ভিত্তিতেই আগামী সোমবার চূড়ান্ত ফলপ্রকাশ করবে কমিশন। তবে পরবর্তী কাউন্সেলিং-এর দিনক্ষণ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা প্রায় ১৩ হাজার। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১ লাখ ৪৩ হাজার পরীক্ষার্থী।

আরও পড়ুন, আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি-র ফলপ্রকাশ করা হবে। এরপরই এদিন এসএসসি-র চূড়ান্ত ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল কমিশন।

.