রাজ্য পুলিসে রদবদল; বদলি করা হল ৪ জেলার এসপিকে,সরলেন হুগলি গ্ৰামীণের পুলিস সুপার
আরামবাগের ঘটনার জেরে সরতে হল এসডিপিও নির্মল কুমার দাসকেও
নিজস্ব প্রতিবেদন: রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। চার জেলার পুলিস সুপারকে বদলি করা হল অন্য জেলায়। তবে সবচেয়ে বড় চমক হল হুগলি গ্ৰামীণের এস পি বদল । আরামবাগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ পাওয়ার পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। এর জেরেই বদলি বলে প্রশাসনিক মহলে খবর।
## রাজ্য পুলিসের আইজির তরফে দেওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে-
## বারুইপুর পুলিস জেলার এসপি ছিলেন রশিদ খান মুনীর। তাঁকে ডিসি এসএসডি হিসেবে পাঠানো হচ্ছে যাদবপুর ডিভিশনে।
আরও পড়ুন-খুব ভালো আম্পায়ার, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পদে নির্বাচিত হরিবংশের প্রশংসায় মোদী
## কোচবিহারের এসপি ছিলেন এন সন্তোষ। তাঁকে পাঠানো হচ্ছে দার্জিলিংয়ের এসপি-র পদে।
## হুগলি রুরালের এসপি ছিলেন তথাগত বসু। তাঁকে নিয়ে আসা হচ্ছে বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন হিসেবে।
## দার্জিলিংয়ের এসপি ছিলেন অমরনাথ কে। তাঁকে পাঠানো হচ্ছে এসটিএফের এসপি পদে।
## নিউটাউন জোনের ডিসি ছিলেন কে সেন। তাঁকে পাঠানো হচ্ছে বারুইপুর পুলিস জেলার এসপি-র পদে।
## বারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ছিলেন আমনদীপ। তাঁকে পাঠানো হচ্ছে হুগলি জেলার এসপির পদে।
## মহম্মদ সানা আখতারকে পাঠানো হচ্ছে কোচবিহারের এসপির পদে।
আরও পড়ুন-একুশে মমতার মাস্টারস্ট্রোক! পুজোর মাস থেকেই ভাতা পাবেন পুরোহিতরা
## শিলিগুড়ি এসটিএফ-র এসপি ছিলেন আশীষ মৌর্ষ। তাঁকে পাঠানো হচ্ছে বারাকপর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে।
এছাড়াও রাজ্য পুলিসে যেসব রদবদল করা হয়েছে
## আরামবাগের ঘটনার জেরে সরতে হল এসডিপিও নির্মল কুমার দাসকেও। তাঁকে পাঠানো হচ্ছে এসআরপি মালদা পদে।