বেঙ্গালুরু থেকে এবার বিমানে সরাসরি দার্জিলিং!

আর ঘুরপথে নয়। দেশের দক্ষিণ থেকে এবার একেবারে সোজা পৌঁছানো যাবে উত্তরে পাহড়ে। দমদম বিমানবন্দর ঘুরে নয়। বেঙ্গালুরু থেকে বিমানে এবার সরাসরি পৌঁছানো যাবে দার্জিলিং, ডুয়ার্স তরাই-এ।

Updated By: May 5, 2017, 08:32 PM IST
বেঙ্গালুরু থেকে এবার বিমানে সরাসরি দার্জিলিং!

ওয়েব ডেস্ক : আর ঘুরপথে নয়। দেশের দক্ষিণ থেকে এবার একেবারে সোজা পৌঁছানো যাবে উত্তরে পাহড়ে। দমদম বিমানবন্দর ঘুরে নয়। বেঙ্গালুরু থেকে বিমানে এবার সরাসরি পৌঁছানো যাবে দার্জিলিং, ডুয়ার্স তরাই-এ।

চলতি মাসেই শুরু হচ্ছে বেঙ্গালুরু-বাগডোগরা সরাসরি বিমান পরিষেবা। এ মাসের ১৮ তারিখ থেকে স্পাইসজেট সংস্থা শুরু করছে বেঙ্গালুরু-বাগডোগরা ও বাগডোগরা-বেঙ্গালুরু বিমান পরিষেবা। মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই বিমান ওঠা-নামার সময় ঠিক করা হয়েছে। এরফলে পর্যটকরা অনেকখানি উপকৃত হবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে। একইসঙ্গে সংস্থার ঘরেও ভালো মুনাফা উঠবে বলে আশা স্পাইসজেট কর্তৃপক্ষের। 

আরও পড়ুন, ডবল লেন থেকে রাস্তা হবে ফোর লেন; কাটা হচ্ছে ১০,০০০ হাজার গাছ

.