নাতির মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী ঠাকুরমা
নাতির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী হলেন ঠাকুমা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের। মৃতের নাম সরলা সর্দার (৭৪)। বৃহস্পতিবার বেহালার কদমতলায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল সরলাদেবীর নাতি প্রসেনজিতের। পরিবারের দাবি, নাতির মৃত্যুশোকেই আত্মঘাতী হয়েছেন ঠাকুমা।
ওয়েব ডেস্ক: নাতির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী হলেন ঠাকুমা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের। মৃতের নাম সরলা সর্দার (৭৪)। বৃহস্পতিবার বেহালার কদমতলায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল সরলাদেবীর নাতি প্রসেনজিতের। পরিবারের দাবি, নাতির মৃত্যুশোকেই আত্মঘাতী হয়েছেন ঠাকুমা।
শুক্রবার সকালে তখনও ময়নাতদন্তের পর সত্কার হয়নি প্রসেনজিতের দেহ। বিষ্ণুপুরের দক্ষিণ গৌরীপুরের বাড়ি থেকে সরলাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রসেনজিতের মৃত্যুসংবাদ আসতেই অঝোরে কেঁদে চলেছিলেন সরলাদেবী। সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার বেহালার কদমতলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফোনে কথা বলার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৬ বছরের প্রসেনজিতের। ফোনে লাগানো ছিল চার্জার। প্রাথমিকভাবে ফোনের চার্জার থেকে প্রসেনজিত্ বিদ্যুত্স্পৃষ্ট হয়েছে বলে মনে করা হলেও পরে জানা যায় ফ্যান থেকে শক লেগেছিল তাঁর। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পর পর ২টি মৃত্যুতে দিশাহারা সর্দার পরিবার।