Nandigram-এ গিয়ে নিশানায় Suvendu, Kunal-র বিরুদ্ধে মানহানির মামলা সৌমেন্দু অধিকারীর
অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি আদালতের।
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) গিয়ে কড়া ভাষায় নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে। কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে মানহানির মামলা করলেন শুভেন্দুর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। অভিযুক্তকে বিরুদ্ধে সমন জারি করল আদালত। 'রাজনৈতিকভাবে মোকাবিলা করব', প্রতিক্রিয়া তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কুমার মাইতির।
উপলক্ষ্য, 'অপারেশন সূর্যোদয়'-এর বর্ষপূর্তি। নন্দীগ্রামে শহীদদের স্মরণ করল তৃণমূল। গতকাল, বুধবার তেখালির সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে 'অকৃতজ্ঞ, বেইমান, নরকের কীট' বলে আক্রমণ করেন কুণাল ঘোষ। সভামঞ্চ থেকে নন্দীগ্রামের মানুষদের উদ্দেশ্য করে বলেন, 'আপনাদের কাছে মুখ্যমন্ত্রী নির্বাচনের সুযোগ এসেছিল। আপনারা মিস করেছেন'। কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, 'নন্দীগ্রামে (Nandigram) উপ-নির্বাচন হবে। পুনর্গণনা হলে মমতা বন্দ্য়োপাধ্যায় ২২ হাজার ভোটে জিতবেন। শুভেন্দুকে (Suvendu Adhikari) ঘাড় ধরে নন্দীগ্রাম থেকে তাড়াব'। কুণালের অভিযোগ, 'শুভেন্দু (Suvendu Adhikari) অকৃতজ্ঞ, বেইমান। নন্দীগ্রামে দিনের পর দিন বিষ ছড়িয়েছে শুভেন্দু (Suvendu Adhikari)। মানুষকে ভাগ করেছে শুভেন্দু (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নরকের কীট। গদ্দার, মীরজাফর, বিভীষণ'।
আরও পড়ুন: Murshidabad: বড়ঞা কাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি তৃণমূলের, অস্বস্তিতে জেলা নেতৃত্ব
কুণাল ঘোষের বিরুদ্ধে কাঁথি মহকুমা আদালতে মানহানির মামলা করেছেন শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু। বিধানসভা ভোটের আগে দাদার হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এদিন মামলাটির শুনানির পর কুণাল ঘোষের বিরুদ্ধে সমন জারি করেন বিচারক। তৃণমূলের কী প্রতিক্রিয়া? দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, 'কুণাল ঘোষ তাঁর বক্তব্য রেখেছেন। কেউ যদি অপমানিত হন, তাহলে কোর্টে যেতে পারেন। কোর্ট বিচার করবে। রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিকভাবেই মোকাবিলা করব'।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)