Jamal Sardar: মাস্ক পরে থাকাই কাল হল! অবশেষে পুলিসের জালে সোনারপুর কাণ্ডের জামাল

Sonarpur Incident: মঙ্গলবার ১৬ই জুলাই গ্রেফতারির আশঙ্কায় দুপুরেই বাড়ি ছাড়ে জামাল ৷ সন্ধের দিকে পাঁচিল টপকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় জামালের স্ত্রী ও ছেলে ৷ মাস্ক পরে থাকাই কাল হল জামালের ৷ তাতেই পুলিসের সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিস ৷ 

Updated By: Jul 20, 2024, 10:48 AM IST
Jamal Sardar: মাস্ক পরে থাকাই কাল হল! অবশেষে পুলিসের জালে সোনারপুর কাণ্ডের জামাল
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাস্ক পরে থাকাই কাল হল জামালের! মাস্ক পরা দেখেই পুলিসের সন্দেহ হয়। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় গ্রেফতার। ১৬ জুলাই গ্রেফতারির আশঙ্কায় ফেরার হয় জামাল। ১৬ জুলাই রাতে জঙ্গলে রাত কাটায় জামাল। সকালে মাস্ক মুখে বিধাননগরে গিয়ে পরিচিতের সঙ্গে সাক্ষাত্‍। সূত্রের খবর, আত্মসমর্পণের কথা ভেবেও মত বদলায় জামাল। 

আরও পড়ুন, Rajarhat Sextortion Racket: নীল ছবির শ্যুটিং, নগ্ন ভিডিয়ো কলের স্ক্রিন শট নিয়ে প্রতারণা! সেক্সটরশন চক্রের পর্দাফাঁস...

মঙ্গলবার ১৬ই জুলাই গ্রেফতারির আশঙ্কায় দুপুরেই বাড়ি ছাড়ে জামাল ৷ সন্ধের দিকে পাঁচিল টপকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় জামালের স্ত্রী ও ছেলে ৷ ঐদিন ঘুটিয়ারি শরিফ এলাকায় শ্বশুরবাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পুলিসের ঘোরাঘুরির কারণে জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল ৷ দিনের আলো ফুটতেই মাস্ক মুখে দিয়ে ঘুটিয়ারি ষ্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের উপর দিয়েই বিধাননগর ষ্টেশনে নেমে বিধাননগর কমিশনারেট এলাকায় এক পরিচিতের কাছে যায় সে ৷ সেদিনটা ওখানেই কাটায়৷

এরই মধ্যে সংবাদমাধ্যমে তার খবর সম্প্রচার হওয়া দেখে মত পরিবর্তন করে সে৷ আত্মসমর্পনের কথাও ভেবেছিল জামাল ৷ এই কারণে বৄহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় সে চলেও আসে ৷ কিন্তু তার আইনজীবি তাকে আত্মসমর্পনের বিষয়ে মানা করলে ফের এলাকা ছাড়ে জামাল ৷ এরইমধ্যে নিজের ফোন পরিবর্তন করে নেয়, নতুন সিম নেয় ৷ স্ত্রী ও সন্তানের জন্য চিন্তা হচ্ছিল তার ৷ তাদের কোথাও একটা নিরাপদ আশ্রয়ে রাখার পরিকল্পনা করে সে ৷

এই কারণে শাশুড়িকে ফোন করে নিজের বিপদ বাড়ায় জামাল ৷ জিজ্ঞাসাবাদের জন্য তার শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিস ৷ নিজের কাছের লোককেও আর বিশ্বাস করতে পারছিল না জামাল ৷ যদিও বৄহস্পতিবার রাতে ডানকুনি এলাকায় তার এক পরিচিতের বাড়িতে থাকে ৷ শুক্রবার স্ত্রী ও সন্তানকে সেভ জোনে রাখার ব্যবস্থা করে ৷ তারপর আগামী ৬ মাসের জন্য সে আত্মগোপন করার পরিকল্পনা করে ফেলে ৷ যদিও শেষ রক্ষা হয়নি ৷ সন্ধে সাতটার দিকে তাকে গ্রেফতার করে পুলিস ৷

জামালকে গ্রেফতার করতে পুলিসের একাধিক টিম তৈরি করা হয়েছিল ৷ সোনারপুর থানার আইসি আশিস দাসের নেতৄত্বে একটি টিম শুক্রবার সারাদিন নানান জায়গায় তল্লাশি অভিযান চালায় ৷ তারাই শেষ পর্যন্ত জামালকে গ্রেফতার করে ৷ অন্যদিকে, সোনারপুর থানার পিসি পার্টির একটি টিম ও বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপের আরও একটি টিম দিনভর তল্লাশি অভিযান চালায় ৷ জামালের গ্রেফতারির পর বারুইপুর জেলার পুলিস সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, তারা জামালকে নিজেদের হেফাজতে নেবেন ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হবে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন, West Bengal News LIVE Update: কাল তৃণমূলের ২১ জুলাই, কলকাতামুখী সব জেলার কর্মী সমর্থকরা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.