বেকারত্ব থেকে মানসিক অবসাদে বাবাকে খুন ছেলের, মায়ের সঙ্গেও জঘন্য আচরণ

কয়েকদিন আগে কাজটি চলে যায় সুভাষবাবুর বড় ছেলে অভিষেক মেট্যা।

Updated By: Sep 10, 2019, 04:56 PM IST
বেকারত্ব থেকে মানসিক অবসাদে বাবাকে খুন ছেলের, মায়ের সঙ্গেও জঘন্য আচরণ

নিজস্ব প্রতিবেদন : ছেলের হাতে বাবা খুন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুন্ডা গ্রামে। মৃতের নাম সুভাষ মেট্যা। বয়স ৫৮ বছর। অভিযুক্তের নাম অভিষেক মেট্যা।

জানা গিয়েছে, সোনার কারিগর হিসেবে কাজ করতেন সুভাষবাবুর বড় ছেলে অভিষেক মেট্যা। কিন্তু কয়েকদিন আগে কাজটি চলে যায় তাঁর। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিষেক। এই নিয়ে বেশ কয়েকবার বাবার সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়ে সে।

অভিযোগ, সোমবার রাতে এরকমই এক পারিবারিক বিবাদ চলার সময় মাকে পাশের ঘরে আটকে রাখে অভিষেক। তারপর ভারী কিছু দিয়ে আঘাত করে করে বাবা সুভাষ মেট্যাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের। মঙ্গলবার সকালে জানাজানি হয় গোটা ঘটনা। জানতে পেরে স্থানীয়রাই খবর দেন দাসপুর থানায়।

আরও পড়ুন, আগেরদিনই বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরেছিল, পরদিনই গৃহবধূর মর্মান্তিক পরিণতি

 পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ছেলে অভিষেক মেট্যাকে। পুলিশ সূত্রে, জেরায় বাবাকে খুনের কথা কবুল করেছে অভিষেক। মৃতদেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্নও মিলেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

.