জমি না পেয়ে মাকে ‘মার' ছেলের

Updated By: Sep 10, 2017, 08:27 PM IST
জমি না পেয়ে মাকে ‘মার' ছেলের

ওয়েব ডেস্ক: জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রিষড়ার ৩ নম্বর বটতলা এলাকার ঘটনা। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ছেলে।

৭০ বছরের পারুল সাহা। ২ ছেলের সঙ্গে থাকেন রিষড়ার ৩ নম্বর বটতলায়, নিজের বাড়িতে। এছাড়াও নিজের নামে রয়েছে ৩ কাঠা জমি। সেই জমিতেই সরকারি টাকায় ঘর বানাতে চায় বড় ছেলে সুকুমার। অথচ বড় ছেলের নামে জমি লিখে দিতে নারাজ প্রৌঢ়া। অভিযোগ, সেকারণেই মাকে গলা টিপে ব্যাপক মারধর করে বড় ছেলে। মারের চোটে হাতে-পায়ে কালশিটে পড়ে যায় প্রৌঢ়ার। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিত্‍সার পর, আপাতত মেয়ে স্বপ্না চক্রবর্তীর বাড়িতেই থাকছেন পারুল দেবী।

তাঁদের বিরুদ্ধে মাকে মারার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পারুল সাহার পুত্র ও পুত্রবধূ। তাঁদের দাবি,  মেয়েকেই জমি লিখে  দিতে চান প্রৌঢ়া। তাই ছেলেদের বঞ্চিত করার চেষ্টা।

দুই কাউন্সিলরের টানাপোড়েনে ছোট্ট শিশুর অকালমৃত্যু

.