নিরাপত্তা থেকে ব্যালট- গ্রাম বাংলা কোথায় দাঁড়িয়ে? দেখে নিন
এক নজরে দেখে নেওয়া যাক সোমবার ভোটের পরিবেশ কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কাছে তুলে ধরা হল নির্বাচন প্রক্রিয়ার কিছু পরিসংখ্যানও
নিজস্ব প্রতিবেদন: পাঁচ বছর পর ফের গ্রাম বাংলার মানুষ ব্যালটে রায় দেবেন। দীর্ঘদিন কোর্টের চক্কর কাটিয়ে শেষমেশ সোমবার শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। গত বার পাঁচ দফায় হলেও এবারের একদিনেই ৪৮৮০০ গ্রামের ভোট হবে। যদিও ৩৪.২০ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয়লাভ করেছে শাসকদল। এ বারের বুথে বুথে নিরাপত্তায় নেই কেন্দ্রবাহিনী। রাজ্য ও কলকাতা পুলিস ছাড়া নজিরবিহীনভাবে দেখা যাবে কারা ও বনরক্ষী, লাঠিধারী পুলিস, সিভিক ভলান্টিয়ারদের। ভোটগ্রহণ পর্বে এ রাজ্যে হিংসার নির্দশন দেখা গিয়েছে প্রতিবারই। এ বারও যে ব্যতিক্রম হবে না সে বিষয়ে আশঙ্কা করছেন বিভিন্ন রাজনৈতিক শিবির। প্রশাসনও প্রস্তুত সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে। এক নজরে দেখে নেওয়া যাক সোমবার ভোটের পরিবেশ কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কাছে তুলে ধরা হল নির্বাচন প্রক্রিয়ার কিছু পরিসংখ্যানও...
** মোট ভোটকেন্দ্র - ৪৩০৪৯
** ভোট হচ্ছে এমন কেন্দ্র- ৩৪৯৫৫
** মোট বুথের সংখ্যা- ৫৭৭২১, ভোট হচ্ছে যে সব বুথে তার সংখ্যা- ৪৬৭০৬
=========================================================
** গ্রাম পঞ্চায়েতের আসন- ৪৮৬৫০
** ভোট হচ্ছে ৩১৭৮৯ (৬৫.৩৪%)
** বিনা প্রতিদ্বন্দ্বিতা ১৬৮১৪ (৩৪.৫৬%)
=========================================================
** পঞ্চায়েত সমিতির আসন- ৯২১৭
** ভোট হচ্ছে - ৬১১৯ (৬৬.৩৮%)
** বিনা প্রতিদ্বন্দ্বিতা- ৩০৫৯ (৩৩.১৮%)
========================================================
** জেলা পরিষদ আসন - ৮২৫
** ভোট হচ্ছে - ৬২১ (৭৫.২৭%)
** বিনা প্রতিদ্বন্দ্বিতা - ২০৩ (২৪.৬০%)
=======================================================
** ত্রিস্তর পঞ্চায়েত আসন - ৫৮৬৯২
** ভোট হচ্ছে - ৩৮৫২৯ (৬৫.৬৪%)
** বিনা প্রতিদ্বন্দ্বিতা - ২০০৭৬ (৩৪.২০%)
=======================================================
** সশস্ত্র নিরাপত্তারক্ষী- ৫৮৮০০
** রাজ্য পুলিস-৪৬০০০
** কলকাতা পুলিস-৯০০০
** কারা ও বনরক্ষী-২০০০
** ভিনরাজ্যের সশস্ত্র পুলিস-১৮০০
** লাঠিধারী পুলিস, সিভিক ভলান্টিয়ার-৮০০০০
** প্রতি বুথে ১ সশস্ত্র পুলিস এবং ১ লাঠিধারী
=======================================================
** ৫ দফায় ভোট
** নিরাপত্তারক্ষী-২৪১৭৬০
** আধাসেনা-২৫০০০(৩০০ কোম্পানি)