স্নান করতে গিয়ে নিখোঁজ ২ বান্ধবীর কঙ্কাল মিলল জঙ্গলে, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
স্নান করতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই বান্ধবী। দীর্ঘ একমাস পর জঙ্গলে উদ্ধাল হল কঙ্কাল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বনবিড্ডি গ্রামে। আত্মহত্যা না খুন? কী কারণে মৃত্যু? কারণ নিয়ে ধন্দে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : স্নান করতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই বান্ধবী। দীর্ঘ একমাস পর জঙ্গলে উদ্ধাল হল কঙ্কাল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বনবিড্ডি গ্রামে। আত্মহত্যা না খুন? কী কারণে মৃত্যু? কারণ নিয়ে ধন্দে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একমাস আগে দুপুরবেলা ২ বান্ধবী মিলে স্নান করতে বেরিয়েছিল। কিন্ত, তারপর আর তারা বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরেও তাদের কোনও খোঁজ মেলেনি। এরপরই এদিন সকালে জঙ্গলের মধ্যে দেহ ২টি দেখতে পান কাঠকুড়ানিরা। প্রসঙ্গত, ওই জঙ্গলে মানুষজনের যাতায়াত তেমন নেই।
আরও পড়ুন, পাট নেই, জুটমিলে পড়ল তালা; কর্মহীন ৪০০০ শ্রমিক
দেহ দুটি দেখতে পাওয়ার পর কাঠকুড়ানিরাই এসে গ্রামে খবর দেন। খবর দেওয়া হয় পুলিসে। সালানপুর থানার পুলিস গিয়ে দেহ দুটি উদ্ধার করে। পুলিস জানিয়েছে, ২টি দেহই কঙ্কালে পরিণত হয়েছে। জঙ্গলে গাছের মধ্যে ওড়না ঝুলছিল। তা দেখেই ওই দুটি দেহ নিখোঁজ ২ বান্ধবীর বলে নিশ্চিত করেছে তাঁদের পরিবার। কীভাবে ওই দুই যুবতীর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি ঘিরে দানা বেঁধেছে রহস্য।