Bhangar: বিবাহ-বর্হিভূত সম্পর্কে অশান্তির জেরে খুন? বাঁশবাগানে মিলল মহিলার কঙ্কাল
প্রায় মাস খানেক ধরে নিখোঁজ ছিলেন তিনি।
![Bhangar: বিবাহ-বর্হিভূত সম্পর্কে অশান্তির জেরে খুন? বাঁশবাগানে মিলল মহিলার কঙ্কাল Bhangar: বিবাহ-বর্হিভূত সম্পর্কে অশান্তির জেরে খুন? বাঁশবাগানে মিলল মহিলার কঙ্কাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/25/351419-untitled-2021-10-25t182434.519.jpg)
নিজস্ব প্রতিবেদন: নিখোঁজ ছিলেন প্রায় মাসখানেক। বাঁশবাগান থেকে উদ্ধার মহিলার কঙ্কাল। বিবাহ-বর্হিভূত সম্পর্কে অশান্তির কারণেই কি খুন? তদন্তে নেমেছে পুলিস। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটনা।
জানা গিয়েছে, মৃতের নাম নুরবানু বিবি। বাড়ি, ভাঙড়ের ঝিঝিরহাটে। বেশ কয়েক বছর আগে বিয়ে করেছিলেন। দুটি সন্তানও রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। শেষপর্যন্ত সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে আসেন নুরবানু। স্থানীয় একটি গেঞ্জি কারখানা কাজ করতেন তিনি। এদিন সকালে ঝিঝিরহাটে এক বাঁশ বাগানে একটি নরকঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে মহিলাদের ব্য়াগ ও জুতো। এলাকার মানুষের ধারণা, ওই কঙ্কালটি নরবানুরই।
আরও পড়ুন: Raina Murder : সব্যসাচী খুনে নয়া মোড়, ৭ কিমি দূরে মিলল 'রহস্যজনক' কালো ব্যাগ!
কেন এমনটা ভাবছেন সকলে? মাস খানেক গেঞ্জি কারখানায় যাওয়ার বাড়ি থেকে বেরিয়েছিলেন নুরবানু, কিন্তু ফেরেননি। ভাঙড়় থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন পরিবারের লোকেরা। কিন্তু ওই মহিলার আর খোঁজ পাওয়া যায়নি। নুরবানুর বাবার দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল মেয়ের। কোনও কারণে অশান্তি চলছিল দু'জনের। এমনকী, ওই মহিলাকে নাকি মারধর করতেন তাঁর প্রেমিকা। প্রাণনাশের হুমকি দিতেন। এর কয়েক দিন পরেই নিখোঁজ হয়ে যান নুরবানু বিবি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)