বালির মধ্যে থেকে উদ্ধার কঙ্কাল

জানা গিয়েছে,  বুধবার  সকালে কেন্দাপিটের  বালি ভরার সময় কর্মীরা মাথার খুলি দেখতে পান।  জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশকে খবর দেন স্থানীয়রা। 

Updated By: Feb 13, 2019, 11:39 AM IST
বালির মধ্যে থেকে উদ্ধার কঙ্কাল

নিজস্ব প্রতিবেদন: বালির স্তূপের  মধ্যে থেকে উদ্ধার মাথার  খুলি। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ার ইসিএলের কেন্দাপিট  কয়লাখনি এলাকায়।

আরও পড়ুন: “গুজব রটানো হচ্ছে, বিকাশরঞ্জনবাবু মুকুল রায়ের হয়ে কোনও মামলা লড়ছেন না”

জানা গিয়েছে,  বুধবার  সকালে কেন্দাপিটের  বালি ভরার সময় কর্মীরা মাথার খুলি দেখতে পান।  জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে খুলি ও অন্যান্য জিনিস  উদ্ধার করে ।  ইসএল সূত্রে খবর,  দামোদর  নদীর ধারে  মদনপুর ও তিরাট  থেকে ডাম্পার করে বালি আসে এই খনিতে  ।

আরও পড়ুন: বিধায়ক খুনে মুকুলের আগাম জামিনের মামলা লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?

সেই বালির সঙ্গেই কঙ্কাল চলে এসেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। না কাউকে খুন করে এখানে পুঁতে দেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।

.