পিয়ালি মিত্র: কেলেঙ্কারি পোস্ট অফিসে! কোটি কোটি টাকা তছরুপ! ইলেকট্রনিক ডেটা কারচুপি করে গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন পোস্টমাস্টার। গ্রেফতার অভিযুক্ত।
ঘটনাস্থল সিঁথি পোস্ট অফিস। অভিযোগ, এক-দুজন নয়, মোট ৮৩ জন গ্রাহকের টাকা তছরুপ হয়েছে। ইলকট্রনিক ডেটা কারচুপি করে প্রাক্তন পোস্ট মাস্টার কৌশিক পাল। ডেটা কারচুপি করে ৩২টি জাল অ্যাকাউন্টস খোলে। তারপর ৮৩ জন গ্রাহকের মোট ৫৪২টি অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেয়। গ্রাহকদের MIS/TD/RD সব অ্যাকাউন্টের টাকা-ই হাতিয়ে নেয় প্রাক্তন পোস্ট মাস্টার কৌশিক পাল। মোট ৫ কোটি ৫৯ লাখ টাকা হাতিয়ে নেয় সে।
পোস্ট অফিসে এভাবে ৫ কোটি ৫৯ লাখ টাকা প্রতারণার ঘটনায় ২০১৯ সালে অভিযোগ দায়ের হয়। অবশেষে সেই ঘটনায় সোমবার সকালে কাঁচড়াপাড়া থেকে অভিযুক্ত কৌশিক পালকে গ্রেফতার করল পুলিস। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর কাঁচড়াপাড়ার একটি গেস্ট হাউজ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন, ICSE Result 2022: আইসিএই-র ফলাফলে রাজ্যে শীর্ষ ৯ জনের তালিকায় আসানসোলের আলিয়া
Swasthya Sathi: স্বাস্থ্য সাথীতে হয়রানি, পুরো টাকা না পাওয়ায় অপারেশনই করলেন না ডাক্তার
ডেটায় কারচুপি, গ্রাহকদের ৫ কোটি ৫৯ লাখ তছরুপ সিঁথির পোস্ট মাস্টারের!