সিঙ্গুরে সমাবেশ! শিল্পস্থাপনের দাবিতে সরব রাজ্য বিজেপি

অঞ্জন রায়

Updated By: Jun 11, 2019, 07:50 PM IST
সিঙ্গুরে সমাবেশ! শিল্পস্থাপনের দাবিতে সরব রাজ্য বিজেপি

অঞ্জন রায়

সিঙ্গুরে শিল্পস্থাপনের দাবি নিয়ে এবার সরব হল বিজেপি। চলতি সপ্তাহেই সিঙ্গুরে শিল্প চাই! হুগলি জেলা বিজেপি সমাবেশ করতে চলেছে। দলীয় সূত্রে খবর, সম্ভবত ১৪ জুন এই সমাবেশ হবে। সমাবেশে নেতৃত্ব দেবেন সদ্য নির্বাচিত লকেট লকেট চট্টোপাধ্যায়।  

লোকসভা নির্বাচনে জিতে লকেট চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনবেন। ঘোষণা করেছিলেন সিঙ্গুরে শিল্প আনতে হবেই। আইন শৃঙ্খলার পাশাপাশি রাজ্যে কর্মসংস্থান তৈরি করাকেই মূল হাতিয়ার করতে চাইছে বিজেপি। পরিকল্পনা কাজে লাগাতেই এবার রাস্তায় নেমে পড়ল বিজেপি। টানাদের ন্যানো কারখানা নিয়ে মমতার ধর্নায় সেই সময় সমর্থন জানিয়েছিল তত্কালীন বিজেপি। রাহুল সিনহার নেতৃত্বে রাজনাথ সিং এসেছিলেন টাটাদের কারখানার বিরোধিতা আন্দোলনেও।

সিঙ্গুর আন্দোলনে ধাক্কা খেয়েছে রাজ্যের শিল্প সম্ভাবনা। ২০১৯ সালে এসে সে কথা স্বীকার করে নিলেন স্বয়ং মুকুল রায়। সোমবার দিল্লিতে বিজেপি নেতার স্পষ্ট স্বীকারোক্তি, সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে ধাক্কা খেয়েছিল রাজ্যের শিল্প সম্ভাবনা। মুকুল রায় বলেন, "এত বছর পরে বলছি, ভুল করেছিলাম। টাটাদের রাজ্য ছাড়াটা ঠিক হয়নি। এর জেরে বাংলার শিল্প সম্ভাবনা ধাক্কা খেয়েছিল।" রাজধানীতে মুকুল রায় যেভাবে স্বীকার করে নিলেন যে টাটাদের কারখানার বিরোধিতার সিদ্ধান্ত ভুল ছিল, ঠিক সেভাবেই রাজ্য বিজেপি এবার ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে মনে করছে সিঙ্গুরে শিল্প চাই। বোধোদয় হল বটে, কিন্তু অনেক দেরিতে।

২০০৬ ও ২০০৭ সালে সিঙ্গুরে কৃষি জমি বাঁচাতে মমতার আন্দোলনে টলে গিয়েছিল বুদ্ধদেব ভট্টচার্যের সরকার। ২০০৯ সালে সিপিএমকে হারিয়ে হুগলি জয় করেছিল তৃণমূল। সেই হুগলিতেই এবার পদ্ম ফুটিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আর তাতেই অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। এবার সিঙ্গুরে শিল্প চাই - সমাবেশ করে বদল আনতে চাইছে বিজেপি।

আরও পড়ুন - ন্যাজাটকাণ্ডকে নন্দীগ্রামের সঙ্গে তুলনা, এনআইএ তদন্তের দাবি মুকুল রায়ের

.