হুক করে টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতবাহী হয়ে গেল স্কুল

Updated By: Aug 19, 2017, 05:41 PM IST

ওয়েব ডেস্ক : হুক করে টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি। শর্ট সার্কিটের জেরে একটি স্কুলই হয়ে গেল বিদ্যুতবাহী। ছুটি দেওয়া হল স্কুলে। এরে জেরে বাড়ির মালিককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনা মেদিনীপুর শহরের থাইরুলালচক বিবেক নার্সারি স্কুলে।

অভিভাবকদের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই হুকিং করে টোটোর ব্যাটারিতে চার্জ দেন বাড়ির মালিক।  বিষয়টি নিয়ে বারবার সাবধান করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এরপর আজও একই ঘটনা। হুকিংয়ের জায়গা থেকে ধোঁয়া বেরোতে দেখেন অভিভাবকরা। বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল ভিজে থাকায় গোটা বাড়িই ততক্ষণে বিদ্যুতবাহী। এরপর বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

আরও পড়ুন, একটি ট্রেন বাঁচিয়ে দিল প্রায় এক হাজার মানুষের জীবন

.