সোদপুরে বিজেপি নেতা, কর্মীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজির অভিযোগ
অভিযোগ, আচমকাই কয়েকজন যুবক তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে প্রকাশ্যে শুটআউট। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, হয় বোমাবাজিও। আহত ২ বিজেপি কর্মী। ঘটনাকে ঘিরে উত্তপ্ত সোদপুরের স্বদেশী মোড়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে পাল্টা বোমাবাজির অভিযোগ তুলেছে।
রবিবার দুপুরে রাস্তা ফাঁকাই ছিল। রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন এলাকার প্রাক্তন মণ্ডল সভাপতি রাকেশ সিং। তার সঙ্গে আরও এক জন ছিলেন। অভিযোগ, আচমকাই কয়েকজন যুবক তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
‘নির্দোষ হিন্দুদের কেস দেওয়া হচ্ছে’, তেলেনিপাড়ার ঘটনায় বিস্ফোরক দিলীপ
গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর বোমাবাজি করা হয় এলাকায়। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় ত্রাস তৈরি করতেই পরিকল্পিতভাবে তাঁদের কর্মী, নেতাকে খুনের চেষ্টার ছক কষা হয়।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তদন্তে নেমেছে খড়দা থানার পুলিস। আহত দুই বিজেপি কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।