শান্তিপুর বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগ, দলে স্বস্তি মন্তব্য তৃণমূল নেতার

নিজস্ব প্রতিবেদন: নদীয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগদান করা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য। তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিল কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। ২০১৭ সালে তিনি তৃণমূলে যোগদান করেন।  বারবার বিধায়কের সঙ্গে শান্তিপুরের বর্তমান পৌর প্রশাসক অজয়দের সঙ্গে গোষ্ঠী কোন্দলের নাম জড়ায় অরিন্দম ভট্টাচার্যের। বিধায়কের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র জানান, স্বস্তি এসেছে। দলাদলি গন্ডগোল অশান্তি চিরকাল আমাদের পক্ষে হয়রানি। তার যাওয়া দলের কোন ক্ষতি হবে না বরং শান্তিপুরে তৃণমূল আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। বাধা গণ্ডি কাটা ছিল সেটা থেকে সাময়িক মুক্তি পেয়েছি। কংগ্রেসের বিধায়ক ছিলেন। মমতা ব্যানার্জির কাজে সমর্থন জানিয়ে যোগদান করেছিলেন।  সিপিআইএমের শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো কটাক্ষ করে বলেন, 'এক দলের প্রতীকে জিতে দল ত্যাগ করা, অন্য দলে যাওয়া, এটা বেইমানি বিশ্বাসঘাতকতা। আগামীতে শান্তিপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী জয়ী হবে। দীর্ঘ সময় ধরে শান্তিপুরে দল ত্যাগের রাজনীতি চলছে। বিজেপির শহর সভাপতি বিপ্লব কর জানান, অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগদান করা নিয়ে কর্মী ও কার্যকর্তাদের মধ্যে  মধ্যে ক্ষোভ বাড়ছে। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মী খুন হয়েছিলেন। ফলে যারা বিজেপিতে যোগদান করছে তাদের নিয়ে দলের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Updated By: Jan 21, 2021, 05:11 PM IST
শান্তিপুর বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগ, দলে স্বস্তি মন্তব্য তৃণমূল নেতার
ফাইল চিত্র
Tags:
.