Crub Typhus: মাথাভাঙায় মিলল স্ক্রাব টাইফাস রোগীর হদিস, জেনে নিন এই রোগের উপসর্গ
ডেঙ্গি বা টাইফয়েডের সঙ্গে স্ক্রাব টাইফাসের উপসর্গগুলির অনেক মিল রয়েছে
![Crub Typhus: মাথাভাঙায় মিলল স্ক্রাব টাইফাস রোগীর হদিস, জেনে নিন এই রোগের উপসর্গ Crub Typhus: মাথাভাঙায় মিলল স্ক্রাব টাইফাস রোগীর হদিস, জেনে নিন এই রোগের উপসর্গ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/28/377026-7.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনার আতঙ্কের মধ্য়েই গতবছর সেপ্টেম্বরে দার্জিলিংয়ে দেখা মিলেছিল স্ক্রাব টাইফাস-এর। এবার স্ক্রাব টাইফাসের এক রোগীর সন্ধান মিলল কোচবিহারের মাথাভাঙায়।
মাথাভাঙা মহকুমা হাসপাতাল সূত্রে খবর, ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন এক মহিলা। তাঁর নাম সুনীলা বর্মন(৪০)। বাড়ি মাথাভাঙা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে।
গত সোমবার জ্বর নিয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হন সুনীলা। সেখানেই কর্তব্যরত চিকিত্সক তাঁকে রক্ত পরীক্ষা করতে বলেন। তাতেই ধরা পড়ে স্ক্রাব টাইফাস। ওই খবর পেয়ে শনিবার জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি এনিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করেছেন তাঁরা।
উল্লেখ্য, ডেঙ্গি বা টাইফয়েডের সঙ্গে স্ক্রাব টাইফাসের উপসর্গগুলির অনেক মিল রয়েছে। সে জন্যই প্রাথমিক ভাবে এটিকে আলাদা করে শনাক্ত করা মুশকিল হয়। শরীরে জীবাণু সংক্রমিত হওয়ার প্রায় ১-২ সপ্তাহ পর শীত শীত ভাব, কাঁপুনি-সহ আকস্মিক জ্বর, মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলি দেখা দেওয়ার ৩-৫ দিন পরে শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি দেখা দিতে পারে। ‘স্ক্রাব টাইফাস’ একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। প্রধানত ‘ওরিয়েনসিয়া শুশুগামুসি’ নামের ব্যাক্টেরিয়াই এ রোগের জন্য দায়ি।
আরও পড়ুন-মেগা ফাইনালে কার উপর বাজি ধরলেন ‘কিলার’ David Miller? জানতে পড়ুন