ফাঁকা বাড়িতে আত্মহত্যা স্কুলছাত্রের, উদ্ধার ঝুলন্ত দেহ
কী কারণে ওই ছাত্র আত্মঘাতী হল? তা নিয়ে ধন্দে পরিবার।
নিজস্ব প্রতিবেদন : স্কুলছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গলায় ফাঁস দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে। আত্মঘাতী ছাত্রের নাম সুব্রত মণ্ডল। বয়স ১৪ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের দক্ষিণ ঘোলা এলাকায়।
জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে সকলের অনুপস্থিতিতে গলায় ফাঁস দেয় ওই কিশোর। এরপর বাড়ির লোক ফিরে এসে ডাকাডাকি করেও সাড়া না পেলে সন্দেহ হয়। তখন ঘরের দরজা ভেঙে বন্ধ ঘর থেকে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করেন প্রতিবেশী ও পরিবারের সদস্যরা।
আরও পড়ুন, মদ্যপ অবস্থায় 'ধর্ষণের চেষ্টা' যুবকের, খুন করে কলাবাগানে দেহ পুঁতে দিল গৃহবধূ
সঙ্গে সঙ্গেই বারুইপুর থানার খবর দেয় পরিবারের লোকেরা। পুলিস এসে দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই ছাত্র আত্মঘাতী হল? তা নিয়ে ধন্দে পরিবার। ঘোলা হাইস্কুলের ছাত্রের আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিস।