বর্ধমানে ধর্ষিতা বৃদ্ধার সঙ্গে দেখা করলেন সেভ ডেমোক্রেসির সদস্যরা
বৃদ্ধার সঙ্গে দেখা করে তাঁর চিকিত্সার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন সেভ ডেমোক্রেসির সদস্যরা। প্রয়োজনে আইনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলেও জানান তাঁরা। এই ঘটনায় রেল পুলিসের দিকে অভিযোগের আঙুল তুলেছে সেভ ডেমোক্রেসি।
নিজস্ব প্রতিবেদন: বর্ধমান স্টেশনে ধর্ষিতা বৃদ্ধার সঙ্গে দেখা করলেন সেভ ডেমোক্রেসির সদস্যরা। শুক্রবার রাতে ওই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যজুড়ে।
বর্ধমান স্টেশনে সত্তরোর্ধ বৃদ্ধাকে ধর্ষণের পর যোনিতে ভাঙা কাচের বোতল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে রেল পুলিস। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর। এদিন সেখানেই বৃদ্ধার সঙ্গে দেখা করেন সেভ ডেমোক্রেসির সদস্যরা।
যদিও এদিনের সাক্ষাত নিয়ে প্রথমে কিছুটা জটিলতা দেখা দেয়। সেভ ডেমোক্রেসির সদস্যরা প্রাথমিকভাবে বাধা পেলেও পরে আক্রান্তের সঙ্গে দেখা করেন তাঁরা। এদিনের প্রতিনিধিদলে ছিলেন অমিতাভ চক্রবর্তী, রাকা মুখোপাধ্যায়, দীপঙ্কর মুখোপাধ্যায় প্রমুখ।
'খেতে দেব', ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ৭০ বছরের বৃদ্ধাকে
বৃদ্ধার সঙ্গে দেখা করে তাঁর চিকিত্সার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন সেভ ডেমোক্রেসির সদস্যরা। প্রয়োজনে আইনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলেও জানান তাঁরা। এই ঘটনায় রেল পুলিসের দিকে অভিযোগের আঙুল তুলেছে সেভ ডেমোক্রেসি।