এক বছরেও অপারেশনের ডেট পাননি বালুরঘাটের সাবিত্রী বর্মন

এক বছরেও অপারেশনের ডেট পাননি বালুরঘাটের সাবিত্রী বর্মন। ডাক্তাররা বলছেন তাড়াতাড়ি অপারেশন করাতে হলে নার্সিংহোমে যান। শুধু সাবিত্রী বর্মন নয় বালুরঘাটের স্থানীয় বাসিন্দারা বলছেন সরকারি হাসপাতালে চিকিত্‍সা করাতে হলে ডেট পাওয়া আর ভগবানের দেখা পাওয়া,একই ব্যাপার।হাসপাতাল আছে, চিকিত্‍সকও রয়েছেন। রয়েছে সব ব্যবস্থা। কিন্তু বলে কয়ে দেওয়ার লোক নেই। সরল কথায় খুঁটির জোর নেই। আর তাই গত একবছরে বালুরঘাট জেলা হাসপাতালে অপারেশনের ডেট পাননি সাবিত্রি বর্মণ। বালুরঘাট ভুসিলা এলাকার বাসিন্দা গণেশ বর্মন। রিকশা  চালান। তাঁর স্ত্রী সাবিত্রী। দুহাজার ষোলর অগাস্টে চিকিত্‍সার জন্য যান বালুরঘাট জেল হাসপাতালে। চিকিত্‍সকরা জানান গলব্লাডারে স্টোন হয়েছে। অপারেশন করাতে হবে। কিন্তু সেই অপারেশন আর হয়নি। অপারেশন করাতে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু অপারেশন হয়নি। ডাক্তারকে বললে, বলছেন তাড়াতাড়ি চাইলে-বাইরে থেকে করিয়ে নিতে। কিন্তু রিকশার দশ-কুড়ি টাকার হিসেব করে যাঁদের সংসার চলে তাঁরা নার্সিংহোমের খরচ মেটাবেন কী করে?

Updated By: May 21, 2017, 07:53 PM IST
এক বছরেও অপারেশনের ডেট পাননি বালুরঘাটের সাবিত্রী বর্মন

ওয়েব ডেস্ক: এক বছরেও অপারেশনের ডেট পাননি বালুরঘাটের সাবিত্রী বর্মন। ডাক্তাররা বলছেন তাড়াতাড়ি অপারেশন করাতে হলে নার্সিংহোমে যান। শুধু সাবিত্রী বর্মন নয় বালুরঘাটের স্থানীয় বাসিন্দারা বলছেন সরকারি হাসপাতালে চিকিত্‍সা করাতে হলে ডেট পাওয়া আর ভগবানের দেখা পাওয়া,একই ব্যাপার।হাসপাতাল আছে, চিকিত্‍সকও রয়েছেন। রয়েছে সব ব্যবস্থা। কিন্তু বলে কয়ে দেওয়ার লোক নেই। সরল কথায় খুঁটির জোর নেই। আর তাই গত একবছরে বালুরঘাট জেলা হাসপাতালে অপারেশনের ডেট পাননি সাবিত্রি বর্মণ। বালুরঘাট ভুসিলা এলাকার বাসিন্দা গণেশ বর্মন। রিকশা  চালান। তাঁর স্ত্রী সাবিত্রী। দুহাজার ষোলর অগাস্টে চিকিত্‍সার জন্য যান বালুরঘাট জেল হাসপাতালে। চিকিত্‍সকরা জানান গলব্লাডারে স্টোন হয়েছে। অপারেশন করাতে হবে। কিন্তু সেই অপারেশন আর হয়নি। অপারেশন করাতে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু অপারেশন হয়নি। ডাক্তারকে বললে, বলছেন তাড়াতাড়ি চাইলে-বাইরে থেকে করিয়ে নিতে। কিন্তু রিকশার দশ-কুড়ি টাকার হিসেব করে যাঁদের সংসার চলে তাঁরা নার্সিংহোমের খরচ মেটাবেন কী করে?

আরও পড়ুন রিষড়ার লক্ষীপল্লি মোড় থেকে বাগপাড়া পর্যন্ত রাস্তা বেহাল

বিষয়টি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক  জানান, পনের দিনের মধ্যে অপারেশন করানোর ব্যবস্থা করছেন।এবার হয়তো অপারেশন হবে। কিন্তু মৌলিক সেই প্রশ্নের উত্তর মেলেনি---তাহলে শেষ কথা কী বলা কওয়া অর্থাত্‍ খুঁটির জোর।

আরও পড়ুন  ধৌলাগিরি শৃঙ্গ জয় বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষের

.