লক্ষ্য একুশের নির্বাচন, কলকাতায় এলেন মোহন ভাগবত, বৈঠক বিজেপি নেতাদের সঙ্গেও!

একুশের নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। আরএসএস ছাড়া সেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয় বলেই মত রাজনৈতিক মহলের

Reported By: অঞ্জন রায় | Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 22, 2020, 09:28 PM IST
লক্ষ্য একুশের নির্বাচন, কলকাতায় এলেন মোহন ভাগবত, বৈঠক বিজেপি নেতাদের সঙ্গেও!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কর্মসূচি মতোই মঙ্গলবার কলকাতায় পা রাখলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। দুদিনের সফরে সংগঠনের একাধিক বিষয় নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন সঙ্ঘপ্রধান।

একুশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতেই তাঁর কলকাতায় আসা, এমনটাই সূত্রের খবর। আগামী দুদিন থাকবেন আরএসএসের কেশব ভবনে। সেখানেই বৈঠক করবেন সংগঠনের নেতাদের সঙ্গে।

আরও পড়ুন-'পুজোর জন্য চাহিদা মতো বিদ্যুৎ মজুত রাখা হচ্ছে', আশ্বাস বিদ্যুৎমন্ত্রী শোভনদেবের

আরএসএস সূত্রে খবর, সব বৈঠকই হবে রুদ্ধদ্বার। বিধানসভা নির্বাচনে রাজ্যে ২৯৪টি আসনে সংগঠন কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে। কোথায় পারেনি, কেনইবা পারেনি তার খোঁজখবর নেবেন সঙ্ঘপ্রধান। একুশের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে বিজেপির পাশে কতটা দাঁড়ানোর ক্ষমতা এখনও পর্যন্ত আরএসএস অর্জন করেছে তা খতিয়ে দেখবেন তিনি।

আরএসএস সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে আরএসএস ও বিজেপির সমন্বয়ের ওপরেই জোর দেবেন মোহন ভাগবত। পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে।

আরও পড়ুন-'যাঁরা অতীতকে ভুলে যান, তাঁদের ভবিষ্যত অন্ধকার', বিস্ফোরক শুভেন্দু! বিঁধলেন কাকে?

একুশের নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। আরএসএস ছাড়া সেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয় বলেই মত রাজনৈতিক মহলের। তৃণমূলস্তরে আরএসএসের কর্মীরাই বিজেপির সংগঠনের ভরসা। বাংলায় সক্রিয় রয়েছে সঙ্ঘের ৩৭টি সংগঠন। 

আলোচনায় কী কী বিষয় উঠতে পারে

কোভিড ও আমফানের মতো পরিস্থিতি মোকাবিলায় সংগঠন কীভাবে কাজ করতে পারে।

মহামারীকে ভয় পেলে চলবে না। ঠাণ্ডা মাথায়, আত্মবিশ্বাস নিয়ে পরিকল্পনা করতে হবে। অসুখটা নতুন। যেটুকু জানা যাচ্ছে, সেইমত চলতে হবে। সেবার কাজ মাঝপথে ছাড়লে চলবে না, ক্লান্ত হলে চলবে না।

নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য  ত্যাগ করতে হবে। রাজনীতি নিরপেক্ষ হয়ে সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে।

মহামারী একদিন চলে যাবে। তখন আমাদের রাষ্ট্র পুনর্নির্মাণের কাজ করতে হবে, এই মহামারীর থেকে শিক্ষা নিয়েই করতে হবে। একটা যুগোপযোগী অর্থনীতি আমাদের রচনা করতে হবে।

.