ট্রেনে দুষ্কৃতী দৌরাত্ম্য, সম্বল বাঁচাতে ঝাঁপ যাত্রীর

ডাউন অবোধ অসম এক্সপ্রেসে অসম থেকে হরিয়ানা ফিরছিলেন অজিতকুমার যোগী। হঠাত্ই বুঝতে পারেন ট্রেনে হামলা চালিয়েছে ছিনতাইবাজরা। অন্য যাত্রীদের কাছ থেকেও চলছিল লুঠপাট।

Updated By: Dec 26, 2017, 08:26 PM IST
ট্রেনে দুষ্কৃতী দৌরাত্ম্য, সম্বল বাঁচাতে ঝাঁপ যাত্রীর

নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেনে লুঠপাট। ডাউন অবোধ অসম এক্সপ্রেসে যাত্রীদের ওপর হামলা ছিনতাইবাজদের। সম্বল বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ যাত্রীর। এঘটনায় ফের প্রশ্নে ট্রেনে যাত্রী নিরাপত্তা।

আরও পড়ুন-  দম থাকলে পতঞ্জলির কন্ডোম তৈরি করুন, রামদেবকে চ্যালেঞ্জ রাখির

ডাউন অবোধ অসম এক্সপ্রেসে অসম থেকে হরিয়ানা ফিরছিলেন অজিতকুমার যোগী। হঠাত্ই বুঝতে পারেন ট্রেনে হামলা চালিয়েছে ছিনতাইবাজরা। অন্য যাত্রীদের কাছ থেকেও চলছিল লুঠপাট। অসমে কর্মরত অজিত, হরিয়ানায় বাড়ি ফিরছিলেন। অজিতের কাছে কিছু টাকা ছিল। নিজের সম্বলটুকু বাঁচাতে কী করবেন ভাবছিলেন অজিত। জলপাইগুড়ির ধূপগুড়ি দক্ষিণ আলতাগ্রামের কাছে তখনই ট্রেনের গতি একটু আস্তে হয়ে যায়। ছিনতাইবাজদের হাত থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেন অজিত।

আরও পড়ুন- হিপ পকেটে মানি ব্যাগ রাখলে হতে পারে পক্ষাঘাত!

যতই গতি কমুক। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর জখম অজিতকুমার যোগী। স্থানীয়েরা তাঁকে  ঝাঁপ দিতে দেখেন। খবর দেন দমকলে। যুবককে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করে দমকল। অজিতের হাত ভেঙেছে। মাথায় আঘাত লেগেছে। পরে তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠান হয়। হাসপাতালে আহত অজিতকে দেখতে যান ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। ট্রেনে লুঠপাট এবং যাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনায় ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

.