বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কালসার চেহারা
Updated By: Jul 30, 2017, 01:00 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কালসার চেহারা। খানাখন্দে ভরা রাস্তা। কোথাও আবার বড় বড় গর্ত। বৃষ্টির জলের স্রোত রাস্তার ওপরের পিচের আস্তরণ তুলে ফেলেছে। ষোলকোটির রাস্তার এখন এমনটাই বেহাল দশা। গতবছরই মালবাজার মহকুমার পাথরঝোরায় বিপুল টাকা ব্যয়ে তৈরি হয় এই ১৫ কিলোমিটার রাস্তা। এক বর্ষাতেই রাস্তার অবস্থা বেহাল। রাস্তার বেহাল দশায় যেকোনও সময়েই থাকছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।
আরও পড়ুন- কাটোয়ার কাশীরাম দাস সেতু সংস্কারের সিদ্ধান্ত প্রশাসনের
গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে। বানভাসি হয়ে পড়েন হাজার হাজার মানুষ। প্রশানসনের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের উদ্ধারের কাজ করা হয়।