জল ঢুকে গেল নাগরাকাটা থানায়; প্রতি বর্ষাতেই এমন ঘটে, জানাল থানা

দু'দিনের লাগাতার বৃষ্টিতে ব্যাহত নাগরাকাটার জনজীবন।

Updated By: Jul 1, 2021, 07:30 PM IST
জল ঢুকে গেল নাগরাকাটা থানায়; প্রতি বর্ষাতেই এমন ঘটে, জানাল থানা

নিজস্ব প্রতিবেদন: সুখানি বস্তির নদীর জল বেড়ে যাওয়ায় নাগরাকাটা থানার ভিতরে ঢুকে পড়ল জল। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের দরুণ বুধবার রাতের দিকে নদীর জলে ভর্তি হয়ে গেল পুলিস থানা। জলমগ্ন হয়ে পড়ল সম্পূর্ন থানা। 

আরও পড়ুন: আচমকা মাল নদীর জল ধেয়ে এল বসতির দিকে, ফুলেফেঁপে ওঠা স্রোতে ভাঙল পাড়

নদীর জলস্তর কমতে থাকায় নাগরাকাটা থানার (Nagrakata) ভিতরের জলও ধীরে ধীরে নামে। জল কমলে দেখা যায়, থানার সব জায়গা নোংরা কাদায় ভরে গেছে। নাগরাকাটা থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে সুখানি নদীর জলস্তর বেড়ে যাওয়ার জন্য এই অবস্থা। থানা সূত্রে জানা গেল, এই অবস্থা প্রতি বছর বর্ষার সময়েই হয়। ভারী বর্ষার দিনগুলিতে এই ভাবেই থানায় কাজকর্ম চালাতে হয়। বৃহস্পতিবার সকালে থানার কর্মচারীরা পুরো থানা পরিষ্কার করে তা বীজাণুমুক্ত করেন।   

জানা গেছে, নাগরাকাটা থানার (Nagrakata police Station) ফ্লোর নীচু হওয়ায় ভারী বৃষ্টি হলেই থানায় জল ঢুকে যায়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: চেল নদীবাঁধের মেরামতির কাজ শুরু হয়েছে রাতেই, বিপদ আঁচ করে তত্‍পর সেচ দপ্তর

 

.