টেস্টে ৮০%-এর বেশি নম্বর পাওয়া ছাত্রী উচ্চমাধ্যমিকে চার বিষয়ে শূন্য পেয়ে ফেল
ওয়েব ডেস্ক: ফের রেজাল্ট বিতর্ক। টেস্টে আশি শতাংশের বেশি নম্বর পেয়ে পাস ছাত্রী, উচ্চমাধ্যমিকে চারটি বিষয়ে শূন্য পেয়ে ফেল! আরটিআই করে ছাত্রীর খাতা হাতে পেতেই চোখ কপালে সবার। খাতা পুরো ফাঁকা! শুধু নাম-রোল নম্বর লেখা। সেটাও ছাত্রীর হাতের লেখা নয় বলে অভিযোগ। প্রশ্নের মুখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট এখন বিভীষিকা হয়ে উঠেছে সিউড়ির আমিনা খাতুনের জীবনে। ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী এবছর উচ্চমাধ্যমিক দেন। টেস্টে সব বিষয় মিলিয়ে নম্বর ছিল আশি শতাংশের ওপর। উচ্চমাধ্যমিকে আরো ভাল ফলের আশা ছিল। কিন্তু রেজাল্ট বেরোতেই সব শেষ।
উচ্চমাধ্যমিকে শুধু বাংলায় ৬৩, বাকি ৪টি বিষয়েই শূন্য পেয়েছেন আমিনা। রিভিউ করানোর পরও নম্বরে হেরফের হয়নি। এরপরই খাতা হাতে পাওয়ার দাবি জানিয়ে আরটিআই করে আমিনার পরিবার। হতভম্ব সকলেই। এ কী করে সম্ভব? শুধু নাম-রোল নম্বরটুকুই লেখা। বাকিটা সাদা খাতা! নাম-রোল নম্বরের লেখাও ছাত্রীর হাতের লেখার সঙ্গে মিলছে না বলে অভিযোগ।
স্কুলের বক্তব্য, শূন্য পাওয়ার মতো মেয়ে একেবারেই নন আমিনা। যে ইনভিজিলেটরের সই রয়েছে খাতায়, তিনিও এখন আর জোর দিয়ে বলতে পারছেন না খাতার সই আদৌ তাঁর কিনা! সবটা ঘিরেই ধোঁয়াশা চরমে।
রেজাল্ট বেরনর পর থেকে চলতে থাকা টানাপোড়েনে অসুস্থ হয়ে পড়েছেন এই ছাত্রী। ভবিষ্যত ঘিরে অনিশ্চয়তা চরমে। কার গাফিলতিতে এই অবস্থা? উত্তর চায় আমিনা ও তাঁর পরিবার।