Rampurhat Arson: সিবিআই যা করছে ভালো করছে, বগটুইকাণ্ডে সাফ কথা অনুব্রতর

অনুব্রত বলেন, 'ইতিমধ্যেই ওই ঘটনার জেরে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই যা করছে তাতে আমি খুশি

Updated By: Apr 2, 2022, 01:43 PM IST
Rampurhat Arson: সিবিআই যা করছে ভালো করছে, বগটুইকাণ্ডে সাফ কথা অনুব্রতর

নিজস্ব প্রতিবেদন: রামপুরহাটের বগটুইয়ের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করছে সিবিআই। তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গিয়েছে ৯ জনের। এনিয়ে অনুব্রতর সাফ কথা, সিবিআই যা করছে ভালো করছে। প্রশাসনও সাহায্য করছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে একথা বলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

এদিকে, ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্লক সভাপতি আনারুল হোসেনকে। ফলে চাপ বেড়েছে অনুব্রতর উপরে। বিরোধীরা তো অনুব্রতর বিরুদ্ধে কামান দেগেই চলেছেন। তবে অনুব্রত জানিয়েছেন, আনারুলকে সরাতে চেয়েছিলাম। কিন্তু পার্টির চাপে তার রাখতে হয়েছিল।

শনিবার বগটুই কাণ্ডের তদন্ত নিয়ে অনুব্রত বলেন, 'ইতিমধ্যেই ওই ঘটনার জেরে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই যা করছে তাতে আমি খুশি।'

বিরোধীদের অভিযোগ বগটুইয়ে নিহত উপপ্রধান ভাদু শেখ তোলাবাজি করত। সেই টাকার ভাগ আসতো অনুব্রতর কাছে। এনিয়ে অনুব্রত বলেন, কাক মুখে করে অনেক কিছু নিয়ে যায়। তাহলে কি তার পেছনে ছুটতে হবে? নাকি সেটা কি আমার কাজ। পুলিস যা করার তা করছে। ওখানে যে মেরেছে তারা তৃণমূল, যে হামলা করেছে তারাও তৃণমূল। সিবিআই তদন্ত করে দেখছে।
 
আরও পড়ুন-Nadia: বৃদ্ধাশ্রমেই খুঁজে পেলেন পথচলার সঙ্গী, সত্তরে সাতপাকে বাঁধা পড়লেন বৃদ্ধ-বৃদ্ধা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.