এই বাজেটে (Budget) বাংলার মানুষের উপকার হবে, দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের

প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে ‘Z’ Category সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। 

Updated By: Feb 1, 2021, 06:16 PM IST
এই বাজেটে (Budget) বাংলার মানুষের উপকার হবে, দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন-  হাওড়ার ডুমুরজলায় মেগা যোগদান সভা থেকে ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন BJP কর্মীরা। তৃণমূলের (TMC) কর্মীরা আক্রমণ করেছিল বলে অভিযোগ উঠেছিল। সলপে সেই ঘটনায় দুজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছিলেন। এদিন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সেই ঘটনার তীব্র নিন্দা করলেন। তিনি বলেছেন, ''গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। বিরোধী দল মানেই শত্রু নয়। বিরোধী দলের কারও উপর আক্রমণ বা হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করছি।''

কাল বারুইপুরে সভা করবেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তার আগে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বললেন, ''হাওড়ায় দলের সাংগঠনিক আধিকারিকদের সঙ্গে আগামিদিনের কাজ নিয়ে আলোচনা করতে এসেছি। আমি এই পরিবারের অংশ। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছে। ডোমজুড় থেকেই দাঁড়াতে চাই বলে দলকে জানিয়েছি। বাকিটা দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমরা এখানে শিল্প আনতে চাই। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করতে চাই। আর্থিক দিক থেকে সবাইকে সাবলম্বী করতে চাই। সবার সুরক্ষাও নিশ্চিত করতে চাই আমরা। বাম সরকারের জন্য এই রাজ্যের মানুষ দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়েছে। এখনকার শাসক দলও একই কাজ করছে। মানুষ ইভিএমে জবাব দেবে এবার।''

আরও পড়ুন-  ফেব্রুয়ারির ৮-৯ এ বঙ্গ সফরে Amit, প্রথম ২ সপ্তাহে ঠাসা কর্মসূচি মোদী-শাহ-নাড্ডার

বাজেট (Budget)  প্রসঙ্গে রাজীব বললেন, ''পুরোটা দেখার সুযোগ হয়নি এখনও। তবে যেটুকু শুনেছি তাতে বাংলার মানুষের অনেক উপকার হবে।'' প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর তাঁকে রাজ্যে ‘Z’ Category সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। রাজ্যের বাইরে  ‘Y+’ Category সুরক্ষা দেওয়া হবে তাঁকে।

 

.