হাসপাতাল থেকে ছুটি পেল রায়গঞ্জের নির্যাতিতা শিশু, ধৃতকে আদালতে পেশ

হাসপাতাল সুপার গৌতম মণ্ডল জানিয়েছেন, ''শিশুটির শারীরিক অবস্থা আগের থেকে ভাল হলেও, মানসিক ভাবে সে বিপর্যস্ত। বাড়িতে গেলে কিছুটা স্বাভাবিক হতে পারে সে। তাই তাকে ছুটি দেওয়া হয়েছে।''

Updated By: Dec 2, 2017, 03:51 PM IST
হাসপাতাল থেকে ছুটি পেল রায়গঞ্জের নির্যাতিতা শিশু, ধৃতকে আদালতে পেশ

নিজস্ব প্রতিবেদন : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ধৃত বিমল মণ্ডলকে শনিবার আদালতে পেশ করল পুলিস। শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে, নির্যাতিতা শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়েছেন চিকিত্সকরা। হাসপাতাল সুপার গৌতম মণ্ডল জানিয়েছেন, ''শিশুটির শারীরিক অবস্থা আগের থেকে ভাল হলেও, মানসিক ভাবে সে বিপর্যস্ত। বাড়িতে গেলে কিছুটা স্বাভাবিক হতে পারে সে। তাই তাকে ছুটি দেওয়া হয়েছে।''

আরও পড়ুন- কলকাতার পর এবার রায়গঞ্জ, শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ

শুক্রবার দুপুরে বাড়ির পাশেই প্রতিবেশী বিমল মণ্ডলের বাড়িতে খেলছিল শিশুটি। অভিযোগ, সেই সময়ই তার ওপর যৌন নির্যাতন চালায় বিমল। বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে শিশুটি। গোপনাঙ্গে ব্যথার কথা তার মাকে জানায় সে। মা দেখেন, প্রবল রক্তক্ষরণ হচ্ছে গোপনাঙ্গ থেকে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মা। রাতেরই গ্রেফতার করা হয় বিমল মণ্ডলকে।

.