শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ, রাস্তায় বসে চপ ভাজলেন আন্দোলনকারীরা

দৃষ্টি আকর্ষণের জন্য এদিন  রাস্তায় তেলে ভাজা তৈরি করে প্রতিবাদ দেখান পশ্চিম মেদিনীপুরের চাকরি প্রার্থীরা। 

Updated By: Sep 29, 2020, 07:59 PM IST
শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ, রাস্তায় বসে চপ ভাজলেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদন: শিক্ষক নিয়োগের দাবিতে এবার জেলায় জেলায় বিক্ষোভ। এসএসসি-তে ২০১৬-র পর আর কোনও নোটিফিকেশন জারি হয়নি। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দাবিতে জেলায় জেলায় কর্মসূচি। দৃষ্টি আকর্ষণের জন্য এদিন  রাস্তায় তেলে ভাজা তৈরি করে প্রতিবাদ দেখান পশ্চিম মেদিনীপুরের চাকরি প্রার্থীরা। 

আরও পড়ুন: ১ অক্টোবর থেকে শুরু পরীক্ষা, ইন্টারনেট নিয়ে এখনও চিন্তায় প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীরা

জেলা শাসকের অফিসের সামনে বেশ কিছুক্ষণ অবস্থানের পর ডেপুটেশন দেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। প্রতিবাদ কর্মসূচি পুরুলিয়াতেও। এদিন পুরুলিয়া শহরে কয়েকশো আন্দোলনকারী মিছিল করেন। কয়েকদফা দাবি জানিয়ে জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেওয়া হয়। পরীক্ষা পর্ব ও নিয়োগ প্রক্রিয়ার দাবিতে এদিন প্রায় দশটি জেলায় কর্মসূচি পালিত হয়।

.