সংশোধনাগারে বিচারাধীন কয়েদির অস্বাভাবিক মৃত্যু

শিলিগুড়ির  নবনির্মিত  সংশোধনাগারের  হল রুমে ৬ জন কয়েদিকে একসঙ্গে রাখা হয়েছিল।

Updated By: Dec 12, 2018, 04:30 PM IST
সংশোধনাগারে বিচারাধীন কয়েদির অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদন:  শিলিগুড়ি সংশোধনাগারে এক কয়েদির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম ভুশা বির্জা। তিনি শিলিগুড়ির খড়িবাড়ি গাজিজোতের বাসিন্দা। দুদিন আগে মত্ত অবস্থায় গণ্ডগোল পাকানোর অভিযোগে খড়িবাড়ি থানার পুলিস তাঁকে গ্রেফতার করে। পুলিসের দাবি, বুধবার ভোরে  কর্তব্যরত নিরাপত্তারক্ষী ভুশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন: প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি

শিলিগুড়ির  নবনির্মিত  সংশোধনাগারের  হল রুমে ৬ জন কয়েদিকে একসঙ্গে রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন ভুশা বির্জা।  দু জন নিরাপত্তারক্ষীও ছিলেন সেখানে। তার মাঝেই কী করে আত্মঘাতী  হলেন ভুষা?  তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় সংশোধনাগারে কতর্ব্যরত নিরাপত্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।  

আরও পড়ুন: মাওবাদীদের আইইডি হামলায় শহিদ বাংলার সিআরপিএফ জওয়ান

বুধবার ভোর চারটে নাগাদ নিরাপত্তারক্ষীরা  ভুশার ঝুলন্ত দেহ দেখতে পান । ম্যাজিস্ট্রেটের সামনে মৃতদেহ নামানো হয় । তবে এই বিষয়ে সংশোধনাগারের  সুপার ও ম্যাজিস্ট্রেট  মুখে কুলুপ এঁটেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

.