বারুইপুর সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

কাজলের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিস কাজলকে বেধড়ক মারধর করে।

Updated By: Aug 22, 2019, 09:12 AM IST
বারুইপুর সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিবেদন:  বারুইপুর সংশোধনাগারে এক বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম কাজল দে। বুধবার বিকেলে সংশোধনাগারেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৩১ বছর বয়সী কাজলকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান জেল কর্তৃপক্ষ। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কী কারণে কাজল দে-র মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারন জানতে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিস। পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিস। কাজল দে-র বাড়ি রাজপুর সোনারপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের পূর্বপল্লীতে। শনিবার রাতে কাজল দে-কে তুলে নিয়ে যায় পুলিস। রবিবার বারুইপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন - একজন অ্যাকসিডেন্ট করছে, অন্যজনকে থানায় সারেন্ডার করাচ্ছে, জাগুয়ারকাণ্ডে মমতা

কাজলের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিস কাজলকে বেধড়ক মারধর করে। এমনকী কাজল দে-র থেকে টাকা চাওয়া হয় বলে আরও গুরুতর অবিযোগ তোলে পরিবারের লোকজন।গতকাল মধ্যরাতে পুলিস এসে আগে একটি কাগজে সই করায়, তারপর জানায় যে কাজল মারা গিয়েছে। এই ঘটনার তদন্ত দাবি করছে মৃতের পরিবার এবং এলাকাবাসী।

.