জমি নিয়ে বিবাদের জের; ব্যাট, বাঁশ দিয়ে পেটানো হল অন্তঃসত্ত্বাকে

Updated By: Aug 2, 2017, 09:13 PM IST

ওয়েব ডেস্ক : জমি নিয়ে বিবাদ। মার খেয়ে মাসুল দিলেন ৪ মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ মাটিতে ফেলে ব্যাট, কোদালের বাঁট দিয়ে পেটানোর। পেটে বাঁশের খোঁচা দেওয়া হয় বলেও দাবি পরিবারের। ময়নাগুড়ির এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। যদিও তাঁর দাবি, অভিযোগ মিথ্যে।  

দেড় বিঘা জমি নিয়ে গণ্ডগোল। অভিযোগ, জমিটি দখলের চেষ্টায় ছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি শান্ত বসাক। দলবল নিয়ে তিনি সরকার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। বাড়ির লোকজনকে বাঁচাতে গেলে, রেহাই পাননি অন্তঃসত্ত্বাও।  তাঁকে ব্যাট দিয়ে বেধড়ক মারা হয়। মাটিতে পড়ে যান তিনি। প্রাণভিক্ষার আবেদনও জানান। কিন্তু অভিযোগ, ওই অবস্থাতেও কোদালের বাঁট দিয়ে মারা হয় অন্তঃসত্ত্বাকে। পেটে বাঁশ দিয়ে খোঁচা মারা হয়।

গত সোমবারও তৃণমূল নেতা শান্ত বসাকের অনুগামীরা সরকার পরিবারকে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। জমি দখল করার মরিয়া চেষ্টা থেকেই এরপর হামলা বলে দাবি তাঁদের। অভিযুক্তদের অবশ্য দাবি, তাঁরা ঘটনাস্থলেই ছিলেন না! মারধর দূরের কথা! সবদিক খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিস। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য এনিয়ে কিছু বলতে নারাজ। 

আরও পড়ুন, বিহাহ বর্হিভূত সম্পর্কের জেরেই ঘটে গেল এতবড় ঘটনা...

.