সোমেন মিত্রের পর প্রদেশ কংগ্রেসের দায়িত্বে প্রদীপ ভট্টাচার্য! শীঘ্রই ঘোষণা

কংগ্রেস সূত্রে খবর, অধীর চৌধুরী এখন সংসদে বিরোধী দলনেতা। ফলে তাঁকে রাজ্যে আনতে চাইছে না কংগ্রেস

Reported By: মৌমিতা চক্রবর্তী | Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 27, 2020, 05:27 PM IST
সোমেন মিত্রের পর প্রদেশ কংগ্রেসের দায়িত্বে প্রদীপ ভট্টাচার্য! শীঘ্রই ঘোষণা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সোমেন মিত্রের মৃত্যুর পর রাজ্যে কংগ্রেসের ভার কার হাতে? এনিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কোনও কোনও মহল থেকে অধীর চৌধুরীর নাম উঠে আসলেও তাঁকে আপাতত সর্বভারতীয় ক্ষেত্রেই চাইছে কংগ্রেস। এমনটাই খবর দলীয় সূত্রে।

আরও  পড়ুন-লাদাখে আরও কড়া নজর, ইজরায়েল থেকে ২টি অত্যাধুনিক PHALCON রেডার কিনছে বায়ুসেনা

এখনও পর্যন্ত যা খবর তাতে প্রদেশ কংগ্রেসের প্রধানের দায়িত্ব আসতে পারে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের কাঁধেই। তবে শেষমূহুর্তে অন্য কোনও নামও উঠে আসতে পারে।  বুধবার দিল্লি গিয়েছেন প্রদীপবাবু। দু-এক দিনের মধ্যেই এআইসিসির তরফে রাজ্য কংগ্রেস প্রধানের নাম ঘোষণা হতে পারে।

আরও পড়ুন-লাদাখে উত্তেজনার মধ্যেও চিনের ৫০ শতাংশ মানুষ পছন্দ করেন মোদীকে, বলছে গ্লোবাল টাইমসের সমীক্ষা 

কেন প্রদীপ ভট্টাচার্য?

কংগ্রেস সূত্রে খবর, অধীর চৌধুরী এখন সংসদে বিরোধী দলনেতা। কংগ্রেসের হয়ে মোদী সরকারকে মোকাবিলা করার দায়িত্ব তাঁর হাতেই। ফলে তাঁকে রাজ্যে আনতে চাইছে না কংগ্রেস। পাশাপাশি, দলে প্রদীপ ভট্টাচার্যের গ্রহণযোগ্যতার বিষয়টিকেও মাথায় রাখা হচ্ছে। রাজ্যে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য বামেদের সঙ্গে কংগ্রেসের জোট করার ক্ষেত্রে অনেকবেশি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদীপবাবু নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

.