পুজোয় বিদ্যুৎ চুরি! ৬,১৮৮টি প্যান্ডেলকে দিতে হবে মোট ১.২৪ কোটি
নিজস্ব প্রতিবেদন: চুরি করা আলোতে মহোৎসব পালন! আলোয় ঢাকা পথের লাইট একটা একটা করে নিভতেই এবার পুজো উদ্যোক্তদের উপর খড়গহস্ত রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা WBEDCL।
অবশ্যই পড়ুন- আধুনিক নারীর মুখ কাদম্বিনী আজ বিস্মৃতির পাতায়
বেআইনিভাবে বিদ্যুৎ চুরি, রাজ্যের ৬,১৮৮টি পুজা মণ্ডপকে চিহ্নিত করে পুজো উদ্যোক্তাদের কাছে আর্থিক জরিমানার নোটিশ পাঠাতে চলেছে রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফে জানানো হয়েছে, কলকাতা এবং হাওড়ার কিছু অংশ ছাড়া গোটা রাজ্যের ২০,৩০৭টি পুজোয় পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে ৬,১৮৮টি পুজো নিয়ম ভেঙেছে। বিনা অনুমতিতেই এই পুজো মণ্ডপগুলি পুজোর চারদিন দেদার বিদ্যুৎ চুরি করেছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই চারদিন বিদ্যুৎ চুরির জন্য ওই ৬,১৮৮টি পুজো উদ্যোক্তাদের মোট ১ কোটি ২৪ লক্ষ টাকা আর্থিক জরমিনা দিতে হবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।