Suvendu Adhikari: 'সিবিআই তদন্ত চাই', হলদিয়ায় শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার!

কারা লাগাল এমন পোস্টার? তদন্তের দাবি তুলেছে বিজেপি। মুখ কুলুপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে।   

Updated By: Sep 5, 2022, 04:52 PM IST
Suvendu Adhikari: 'সিবিআই তদন্ত চাই', হলদিয়ায় শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার!

কিরণ মান্না: ব্যবধান দিন দুয়েকের। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের পর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার পড়ল হলদিয়ায়। পোস্টারে বিরোধী দলনেতার বিরুদ্ধে সিবিআই তদন্তে জানানো হল। কারা লাগাল এমন পোস্টার? তদন্তের দাবি তুলেছে বিজেপি। মুখ কুলুপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। 

কয়লাকাণ্ডে ফের ইডি-র জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতায় অভিষেককে ম্যারাথন জেরা করেন তদন্তকারীরা। সেদিন সাড়ে ৮ ঘন্টার পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বিস্ফোরক, '৮ মাস আগে পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তোমার কেস দেখে নেব বলে আশ্বাস দিয়েছে শুভেন্দু। সঠিক সময়ে ফোন রেকর্ড প্রকাশ্যে আনব'। সঙ্গে হুঁশিয়ারি, 'আমি মিথ্যা বললে শুভেন্দু মানহানির মামলা করুন। আদালতে অডিয়ো ক্লিপ জমা দেব'।

আরও পড়ুন: Pregnant Woman Attacked: তৃণমূলের বৈঠকে যেতে আপত্তি, ৬ মাসের অন্তঃসত্ত্বাকে মারধর, পোশাক ছেঁড়ার অভিযোগ!

চুপ করে বসে নেই শুভেন্দু অধিকারীও। অভিষেককে অডিয়ো ক্লিপ প্রকাশের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। বলেছেন, 'বাজার গরম করার জন্য এসব বলছেন অভিষেক। সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে অডিয়ো টেপ নয় তো'? এমনকী, রেয়াত করেননি অভিষেকের স্ত্রী রুজিরাকেও। স্রেফ মৌখিক অভিযোগ নয়, রীতিমতো চেক দেখিয়ে শুভেন্দু দাবি করেছেন, ব্যাঙ্ককের একটি ব্যাঙ্কে অ্য়াকাউন্ট ছিল রুজিরার। পরে  তাঁর বোন মেনকার গম্ভীরের অ্যাকাউন্টে টাকা সরিয়ে দিয়ে সেু অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। এই যখন পরিস্থিতি,ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে পোস্টার পড়ল হলদিয়ায়।

এদিন সকালে হলদিয়া শহরের একাধিক জনবহুল এলাকায় পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কীসের পোস্টার? পোস্টারে ছবি দিয়ে লেখা, 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই'!  কারা লাগাল এই পোস্টার? কেনই বা লাগানোর হল? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

এর আগে, বিভিন্ন প্রকল্প পাস করিয়ে দেওয়ার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন সারদাকর্তা সুদীপ্ত সেন। কয়েক মাস আগে  বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হজিরা দিয়েছিলেন তিনি। আদালত থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে যা বলেছিলেন, সেই ভিডিয়ো টুইট করে শুভেন্দুকে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল। এমনকী, রাজভবনে গিয়ে রাজ্যপালকে স্মারকলিপিও দেয় ব্রাত্য বসু নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধিদল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.