কোটি-কোটি টাকার কেলেঙ্কারি, তদন্ত শুরু হতেই আত্মহত্যার চেষ্টা পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের

এবার আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহার হেড পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট হরেকৃষ্ণ সাহা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলায় পোস্ট অফিস দুর্নীতি তদন্ত শুরু করেছে CBI। তারপর থেকেই এই পোস্ট অফিস কর্তা মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে দাবি সহকর্মীদের। 

Updated By: Jun 22, 2017, 08:55 AM IST
কোটি-কোটি টাকার কেলেঙ্কারি, তদন্ত শুরু হতেই আত্মহত্যার চেষ্টা পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের

ওয়েব ডেস্ক: এবার আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহার হেড পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট হরেকৃষ্ণ সাহা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলায় পোস্ট অফিস দুর্নীতি তদন্ত শুরু করেছে CBI। তারপর থেকেই এই পোস্ট অফিস কর্তা মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে দাবি সহকর্মীদের। 
 
২৪ ঘণ্টার অন্তর্তদন্তেই প্রথম সামনে আসে কোটি-কোটি টাকার পোস্ট অফিস কেলেঙ্কারির কথা। দেখা যায় ঘুঘুমারি সাব পোস্ট অফিসে বিরাট জালিয়াতি হয়েছে। জড়িত ডাক কর্মীদেরই একাংশ। আধিকারিকদের পাস ওয়ার্ড ব্যবহার করে ডাক বিভাগের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা পাঠানো হয় বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে। পরে তা তুলে নেওয়া হয়। সামনে আসে ডাক কর্মী রহিমুল শেখের নাম। এরপর শুরু হয় সিবিআই তদন্ত। 

.