কড়া নিরাপত্তায় চলছে দক্ষিণ কাঁথি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ
দক্ষিণ কাঁথি বিধানসভা আসনে উপনির্বাচন। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে ১ হাজার রাজ্য পুলিস।
Updated By: Apr 9, 2017, 09:55 AM IST
ওয়েব ডেস্ক : দক্ষিণ কাঁথি বিধানসভা আসনে উপনির্বাচন। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে ১ হাজার রাজ্য পুলিস।
তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী সাংসদ হওয়ার পর আসন ফাঁকা হয়েছিল। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য, বিজেপির সৌরিন্দ্রমোহন জানা, কংগ্রেসের নবকুমার নন্দ। ২০১৬ সালে এই আসনে প্রায় ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন দিব্যেন্দু অধিকারী। এবার কে বাজিমাত করবেন, জানা যাবে ১৩ এপ্রিল।
আরও পড়ুন, বেলাইন মালগাড়ি, হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত