চুচুঁড়ার রবীন্দ্রনগরে পুলিস কর্মীর স্ত্রী ও কন্যার দেহ উদ্ধার

Updated By: Oct 7, 2017, 07:52 PM IST
চুচুঁড়ার রবীন্দ্রনগরে পুলিস কর্মীর স্ত্রী ও কন্যার দেহ উদ্ধার

ওয়েব ডেস্ক: চুচুঁড়ার রবীন্দ্রনগরে পুলিস কর্মীর স্ত্রী ও কন্যার দেহ উদ্ধার। অভিযোগ স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন। অভিযোগ দীর্ঘদিন সংসারে টাকাও দিতেন না অভিযুক্ত প্রভাত রায়। অন্যের থেকে রীতিমতো চেয়েচিন্তে সংসার চালাতেন স্ত্রী কণিকা।

ছাগলের তাণ্ডবে ধুন্ধুমার, বেধড়ক মার বৃদ্ধাকে

শনিবার সকালে চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাড়ি থেকে উদ্ধার হয় কণিকা রায় ও তার ছোট মেয়ে বর্ষার দেহ। স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি চলছিল। অভিযোগ শুক্রবার বাড়ি ফেরেন অভিযুক্ত প্রভাত রায়। তিনি বর্ধমানে পোস্টেড। অনুমান শ্বাসরোধ করে স্ত্রী ও ছোট মেয়েকে খুন করেন তিনি। তারপর খাটের ওপর দেহ ফেলে চম্পট দেন।

অশান্তির জেরে বড় মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন কণিকা। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দোষীর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

বিজেপি বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল, পুড়ল প্রধানমন্ত্রীর কুশপুতুল

.