পাহাড়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিক পুলিস, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Updated By: Aug 2, 2017, 06:02 PM IST
পাহাড়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিক পুলিস, নির্দেশ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: পাহাড়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে পুলিসকে, নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ উত্তরকন্যায় পুলিস-প্রশাসনের কর্তাদের সঙ্গে পাহাড়ের পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। পাহাড়ে কোথায়-কোথায় কী সমস্যা হচ্ছে? কোথায় অশান্তি ছড়াচ্ছে, তা বিস্তারিত জানচে চান মুখ্যমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পাহাড়ে রসদ কমছে। উঠে আসে সবজি বোঝাই গাড়ি জ্বালানোর কথাও। প্রশাসনকে পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আদিবাসীদের সমস্যা নিয়েও অ্যাডভাইসরি বোর্ডের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই আদিবাসী মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয় রায়গঞ্জ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আদিবাসীদের কোথাও যেন কোনও সমস্যা না হয়। আজ অলচিকি ভাষার অভিধান প্রকাশ করেন তিনি।

.