Howrah: শিবপুরে কিশোর খুনে ঘটনার পুনর্নিমাণ, ধারালো অস্ত্র উদ্ধার পুলিসের
মাদক কেনার টাকা নিয়ে বচসার জেরে খুন।
নিজস্ব প্রতিবেদন: চার অভিযুক্ত এখন পুলিসি হেফাজতে। হাওড়ায় কিশোরকে খুনের তদন্তে নেমে এবার ঘটনার পুনর্নিমার্ণ করল পুলিস। যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই অস্ত্রটি মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করলেন তদন্তকারীরা।
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। হাওড়ার শিবপুরের চড়াবস্তি এলাকার বাসিন্দা মহম্মদ রেইসাজাম। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি পরিবারের লোকেরা। ঘড়িতে তখন বারোটা। শিবপুরেরই বিপ্রদাস চ্যাটার্জী লেনে রেইসাজামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। গলায় পেঁচানো ছিল লোহার তার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্ধ্যায় চার বন্ধুকে সঙ্গে নিয়ে বিপ্রদাস চ্যাটার্জী লেনে গিয়েছিল রেইসাজাম। হাওড়া সিটি পুলিসের ডিসিপি সেন্ট্রাল কে কান্নন জানিয়েছেন, রাতে মাদক কেনার টাকা নিয়ে নিহত কিশোরের সঙ্গে ওই চারজনের বচসা শুরু হয়। সেই বচসার জেরেই খুন। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের ৫ দিনে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: Siliguri: ত্রিকোণ প্রেমের জের, বাড়িতে ঢুকে তরুণীকে বিবস্ত্র করে 'মারধর', গ্রেফতার ২
এদিন সকালে মূল অভিযুক্ত মহম্মদ ফইজলকে নিয়ে ফের শিবপুরের বিপ্রদাস চ্যাটার্জী লেনে ঘটনাস্থলে যায় পুলিস। কেন? গোটা ঘটনার পুনর্মিমার্ণ করা হয়। এমনকী, খুনের পর যে পথে পালিয়েছিল অভিযুক্তেরা, সেই রাস্তাটিও তদন্তকারীদের দেখান ফইজল। এরপর ওই যুবককে সঙ্গে নিয়ে তার বাড়িতে যায় পুলিস। বাড়ি থেকে উদ্ধার হয় একটি ধারালো অস্ত্র। ওই অস্ত্রটি খুনের সময়ে ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)