কোয়ারেন্টাইন সেন্টার তৈরি নিয়ে বোমা-গুলিতে অগ্নিগর্ভ চুরুলিয়া, আক্রান্ত ওসি

পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি ছোঁড়া হয়। রড নিয়েও হামলা চালানো হয়।

Updated By: Apr 14, 2020, 07:03 PM IST
কোয়ারেন্টাইন সেন্টার তৈরি নিয়ে বোমা-গুলিতে অগ্নিগর্ভ চুরুলিয়া, আক্রান্ত ওসি

নিজস্ব প্রতিবেদন : কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ  হয়ে উঠল আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়া। পুলিস ও গ্রামবাসীর মধ্যে বাঁধল খণ্ডযুদ্ধ। আক্রান্ত হলেন জামুড়িয়া থানার ওসি সুব্রত ঘোষ, মহিলা পুলিসকর্মী সহ অনেকেই । 

পুলিস সূত্রে জানা গিয়েছে, চুরুলিয়ায় একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছিল । সেখানে গ্রামবাসীদের প্রয়োজনে রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। আভিযোগ, সেখানে নাকি আসানসোল থেকে কয়েকজনকে নিয়ে গিয়ে রাখার পরিকল্পনা নেয় প্রশাসন। এই খবর চাউর হতেই প্রতিবাদ করে এলাকাবাসী। ওই সেন্টারটি সেখান থেকে তুলে নেওয়ার জন্য স্থানীয়রা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। 

এরপরই মঙ্গলবার সকালে পুলিস ওই সেন্টারে যাওয়ার সময় গ্রামবাসীদের সঙ্গে বাচসা বাধে। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে চুরুলিয়া। অভিযোগ, পুলিসকে লক্ষ্য করে প্রথমে ইটবৃষ্টি করা হয়। পরে বোমাবাজিও হয়। গুলিও ছোঁড়া হয় । রড নিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ । জামুড়িয়া থানার ওসি সুব্রত ঘোষের পায়ে চোট লাগে। ইটের আঘাতে জখম হন এক মহিলা পুলিসকর্মী সহ বেশ কয়েকজন পুলিসকর্মী।

ওসির পায়ের চোট গভীর বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওসি সুব্রত ঘোষকে। সেখানেই চিকিৎসাধীন তিনি। বাকি আহতদের শিল্পাঞ্চলের বিভিন্ন  সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় । এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী এলাকায় মোতায়েন করা হয়।

আরও পড়ুন, করোনা আক্রান্ত চিকিৎসককে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট, গ্রেফতার কোন্নগরের শিক্ষিকা

.