দুলাল বিশ্বাস খুনে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিস

পার্টি অফিসে খুন তৃণমূল ব্লক সভাপতি। রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে বিজেপির। দিলীপ ঘোষের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই খুন দুলাল বিশ্বাস। খুনে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিস।

Updated By: Apr 17, 2017, 07:53 PM IST
দুলাল বিশ্বাস খুনে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিস

ওয়েব ডেস্ক: পার্টি অফিসে খুন তৃণমূল ব্লক সভাপতি। রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে বিজেপির। দিলীপ ঘোষের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই খুন দুলাল বিশ্বাস। খুনে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিস।

পার্টি অফিসের ভিতরেই গুলিতে ঝাঁঝরা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। শুরু রাজনৈতিক চাপানউতোর। ব্লক সভাপতি খুনের প্রতিবাদে শ্রীকৃষ্ণ ময়দানে প্রতিবাদ সভা করে তৃণমূল। দুলাল বিশ্বাসকে শেষশ্রদ্ধা জানাতে বগুলা যান পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের সঙ্গে। তাঁদের নিশানায় বিজেপি।

তৃণমূল নেতৃত্ব বিজেপিকে কাঠগড়ায় তুললেও, অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। দিলীপ ঘোষের পাল্টা দাবি,গোষ্ঠীকোন্দলেই খুন হয়েছেন দুলাল বিশ্বাস।

কেতুগ্রামের পর বগুলা। চারদিনের মধ্যে খুন শাসক দলের  দাপুটে দুই নেতা। আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি।

.