আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪
তদন্তে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই রঘুনাথগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিসের কাছে আগে থেকেই খবর ছিল।
নিজস্ব প্রতিবেদন: আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে আটক করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: পুরুলিয়ায় শুটআউট, পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচনের দিনই প্রকাশ্যে ঝাঁঝরা তৃণমূল নেতা
গোপনসূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে সন্ন্যাসিডাঙা থেকে ৪ জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় ৩ টি বন্দুক ও ৩ রাউন্ড গুলি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পলাশ শেখ, পল্টু শেখ, সাহেব শেখ ও শাহরুখ সেখ।
আরও পড়ুন: বোর্ড গঠনের আগেই উত্তপ্ত পুরুলিয়া, ‘অপহৃত’ বিজেপিনেতা সহ
তদন্তে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই রঘুনাথগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিসের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে সন্ন্যাসিডাঙা এলাকায় অভিযান চালায় পুলিস। সেই জমায়েত হয়েছিল ৪ জন। পুলিস প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিসের কোনও কথারই যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি তারা। কথায় একাধিক অসঙ্গতি থাকায় পুলিস ৪ জনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: বিধায়ক নন, সরিফুদ্দিনই কি ছিল টার্গেট? জয়নগরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
প্রাথমিকভাবে পুলিস মনে করছে, এলাকাতে কোনও দুষ্কর্মের জন্যই জড়ো হয়েছিল তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তারা কোনও গ্যাঙের সদস্য কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।