আলিপুরদুয়ারে মধ্যযুগীয় বর্বরতার শিকার আদিবাসী মহিলা, গ্রেফতার ১২

অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট, আশ্বাস পুলিস সুপারের।

Updated By: Jun 15, 2021, 06:20 PM IST
আলিপুরদুয়ারে মধ্যযুগীয় বর্বরতার শিকার আদিবাসী মহিলা, গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদন: সময় লাগল ২৪ ঘণ্টা। চারটি দলে বিভক্ত হয়ে অভিযুক্তদের সন্ধানে তল্লাশিতে নেমেছিল পুলিস। আলিপুরদুয়ারে আদিবাসীকে মহিলাকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল ১২ জনকে। ধৃতদের ১২ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত।

পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সালিশি সভায় আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ। সেই ঘটনাটি আবার মোবাইলে রেকর্ড করে পোস্ট করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়!  ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় আলিপুরদুয়ারে। জানা গিয়েছে, এই নারকীয় ঘটনার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন নির্যাতিতা। অসমে বাপের বাড়ি থেকে তাঁকে ফিরিয়ে আনে পুলিস। এমনকী, ওই মহিলাকে দিয়ে লিখিত অভিযোগও দায়ের করানো হয়। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করে তদন্তে নামে পুলিস। FIR-তে যে ১২ জনের নাম ছিল, তাদের সকলেই ধরা পড়েছে।

আরও পড়ুন: পরিবারে করোনায় মৃত ১; অসুস্থ আরও ৪, আতঙ্কে হাসপাতাল নিয়ে যেতে চাইছে না কোনও গাড়ি

ঘটনাটি ঠিক কী? নির্যাতিতা ওই আদিবাসী মহিলার বাড়ি আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা চেংমারি গ্রামে। পাশের গ্রামে এক যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। তারপর? ঘটনাটি জানাজানি হওয়ার পর শনিবার সালিশি সভা ডাকে গ্রামের মাতব্বর। অভিযোগ, সেই সালিসি সভার ওই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের ভিডিও পোস্ট করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সোমবার তিনজনকে গ্রেফতারও করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট পেশের আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ারের পুলিস সুপার।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

 

.