'নিরাপদ দূরত্বটা মাথায় রাখা চাই', 'দূরত্ব ঘুচিয়ে' মানববন্ধনে করোনা সচেতনতা প্রচার বারাসতে
পঞ্চায়েতের ডান পাশের মঞ্চে চলছে সচেতনতার কথা। বাম পাশে পঞ্চায়েতের ভবনের গায়ের পুকুর যেন এদোঁ ডোবা
নিজস্ব প্রতিবেদন: দরজায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। তার পরেও সংক্রমণ নিয়ে সচেতন নন বহু মানুষ। বারাসতে সেই বার্তাই দেওয়া হল মানববন্ধন করে। উপস্থিতি রাজ্যের মন্ত্রী।
করোনা ও ডেঙ্গির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে আজ ওই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক। অনুষ্ঠান মঞ্চের সামনে দর্শকে ভরা। রাস্তার সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও স্বাস্থ্য দপ্তরের মহিলারা।
আরও পড়ুন-লেকটাউনে বৃদ্ধাকে খুনের কিনারা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত
সচেতনতা অনুষ্ঠানে অধিকাংশের হাতে প্লাকার্ড। কোথাও ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা আবার কোনও ব্যানারে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। যাঁরা এই প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে তারাও জানেন সামাজিক দূরত্ব বজায়ের কথা। কিন্তু দাঁড়াচ্ছেন গায়ে গায়ে। বসছেন একেবারে পাশাপাশি। ডেঙ্গুর বিরুদ্ধে এত বড় মাপের সচেতনতার অনুষ্ঠানের আয়োজক খিলখাপুর গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুন-মর্নিং ওয়াকে বেরিয়ে আর ফিরল না দ্বাদশ শ্রেণির ছাত্র, তোলপাড় ভদ্রেশ্বরের তারকেশ্বর পল্লি
পঞ্চায়েতের ডান পাশের মঞ্চে চলছে সচেতনতার কথা। বাম পাশে পঞ্চায়েতের ভবনের গায়ের পুকুর যেন এদোঁ ডোবা। ময়লা, আবর্জনা, প্লাস্টিকের ভরপুর। সেখানটা প্লাস্টিকের চট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দর্শক, রাস্তায় প্লাকার্ড হাতে থাকা মানুষ, কোথায় সচেতনতা! উঠছে প্রশ্ন।
এই সচেতনতা কর্মসূচি সম্পর্কে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দাবি, মানুষকে বোঝানোর চেষ্টা চলছে। তাই এই আয়োজন। অনেকে এখনও সচেতন হচ্ছেন না। তবু চেস্টা চলছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)