Jalpaiguri: নেই জলের কল, বেহাল রাস্তা; ভোট বয়কটের ডাক জলপাইগুড়িতে

এই ঘটনায় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অবশ‍্য জলের এবং রাস্তার সমস্যার কথা স্বীকার করে নেন। তবে তিনি অভিযোগ করেন, ‘আমি বিরোধী দলের পঞ্চায়েত সদস্য বলে আমার বুথ বঞ্চিত’। তিনি আরও জানান, ‘রাস্তা এবং জলের সমস্যা নিয়ে আমি অঞ্চলে অনেকবার জানিয়েছি তা সত্বেও কোনও উদ‍্যোগ নেয় না এরা’।

Updated By: Mar 5, 2023, 09:12 AM IST
Jalpaiguri: নেই জলের কল, বেহাল রাস্তা; ভোট বয়কটের ডাক জলপাইগুড়িতে
নিজস্ব চিত্র

প্রদ্যুত দাস: দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা। সেই সঙ্গে পানীয় জলের সমস্যা। আর এই দুই সমস্যায় জর্জরিত জলপাইগুড়ি বেলাকোবার বসাক পাড়ার স্থানীয় বাসিন্দারা। তাই সমস্যা সমাধান না হওয়া পযর্ন্ত ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই শিকারপুর অঞ্চলের বসাক পাড়ার এই রাস্তা বেহাল। যার ফলে মাঝেমধ্যে ছোটোখাটো দূর্ঘটনা ঘটেই থাকে । আর বেহাল এই রাস্তায় সমস্যা চরমে পৌঁছায় বর্ষাকালে। কারন বর্ষাকালে এই রাস্তার অবস্থা এমন যে চলাচল করা যায় না।

রাস্তার সমস্যার পাশাপাশি এই এলাকায় পানীয় জলের সমস্যাও চরমে। কারন এলাকায় পর্যাপ্ত জলের কল নেই। শিকারপুর অঞ্চলের তরফে এলাকায় একটি সোলার পানীয় জলের কল বসানো হলেও সেই কলের জল পানের উপযোগী নয় বলে এলাকাবাসীদের অভিযোগ।

বতর্মানে সেই জল দিয়ে কাপড় কাচা কিংবা স্নান ছাড়া আর কোনও কিছুতেই সেই জল ব‍্যবহার করা যায় না বলে এলাকাবাসিরা জানান। তাই খাওয়ার জন্য পানীয় জল হয় কিনে আনতে হয়। না হয় বটতলার টাইম কল থেকে নিয়ে আসতে হয়। রাস্তা এবং জল এই দুই সমস্যাই ভুগতে হচ্ছে এলাকার প্রায় শতাধিক পরিবারকে।  তাই এবার সমস্যা সমাধান না হওয়া পযর্ন্ত ভোট দিবেন না বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

আরও পড়ুন: Birbhum: উদ্ধার প্রায় ২৪ টন অবৈধ কয়লা, পাচার রুখতে তৎপর পুলিস

এই ঘটনায় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অবশ‍্য জলের এবং রাস্তার সমস্যার কথা স্বীকার করে নেন। তবে তিনি অভিযোগ করেন, ‘আমি বিরোধী দলের পঞ্চায়েত সদস্য বলে আমার বুথ বঞ্চিত’। তিনি আরও জানান, ‘রাস্তা এবং জলের সমস্যা নিয়ে আমি অঞ্চলে অনেকবার জানিয়েছি তা সত্বেও কোনও উদ‍্যোগ নেয় না এরা’।

আরও পড়ুন: Kajal Seikh: শুধরে যান তা না হলে কাজল-ঝড় উঠবে, বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

ভোট বয়কটের  বিষয়ে শিকারপুর অঞ্চলের প্রধান বলেন, সেটা তাদের ব‍্যাক্তিগত ব‍্যাপার। এদিকে রাস্তার সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘ওই জেলা পরিষদের থেকে টেন্ডার হয়ে গিয়েছে, হয়তো শীঘ্রই কাজ শুরু হবে’। আর জলের সমস্যার বিষয়ে তিনি সমাধানের আশ্বাস দেন।

এখন কবে সমস্যার সমাধান হবে সেইদিকে তাকিয়ে আছে জলপাইগুড়ি  বেলাকোবার বসাক পাড়ার স্থানীয় বাসিন্দারা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.