কাটমানি নিয়ে পিঠ বাঁচাতে বুদ্ধের শরণে পার্থ, বললেন, যে দিয়েছে সে-ও সমান দোষী
একই সঙ্গে মন্ত্রী মশাইয়ের অভিযোগ, 'কাটমানি ইস্যুকে নিয়ে রাজনীতি করছে বিরোধিতা। যারা কাটমানি নিয়ে ভাঙচুর - ঘেরাও করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।'
নিজস্ব প্রতিবেদন: কাটমানি বিতর্কে নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় তিনি বলেন, কাটমানি যানা নিয়েছেন আর কাটমানি যারা দিয়েছেন তারা সমান দোষী।
বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু বলেন, 'বুদ্ধবাবু তো বলেছিলেন, চোরেদের মন্ত্রিসভা। তাতে কি আপনারা সবাই চোর হয়ে গিয়েছিলেন?' পরিষদীয় নিজেই এদিন কাটমানি প্রসঙ্গ তুলে বলেন, 'কাটমানি যারা নিয়েছে আর যারা দিয়েছে, দুজনেই সমান দোষী।'
একই সঙ্গে মন্ত্রী মশাইয়ের অভিযোগ, 'কাটমানি ইস্যুকে নিয়ে রাজনীতি করছে বিরোধিতা। যারা কাটমানি নিয়ে ভাঙচুর - ঘেরাও করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।'
পালে হাওয়া ফেরাতে বিধায়কদের ৬ মন্ত্র মমতার
গত মাসে মুখ্যমন্ত্রী দলীয় কাউন্সিলরদের কাটমানি ফেরতের দেওয়ার নির্দেশ দিতেই রাজ্যজুড়ে বিপাকে পড়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। কাটমানি ফেরত চেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে জনতা। তার সঙ্গে জুটেছে রাজনৈতিক দলগুলিও। চাপের মুখে বেশ কয়েক জায়গায় কাটমানি ফেরতও দিয়েছেন তৃণমূল নেতারা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিভিন্ন সময় নানা বয়ান জারি করেও লাভ হয়নি। বিরোধীদের একটাই বক্তব্য, দলনেত্রী যখন স্বীকার করেছেন, তখন টাকা ফেরত দিতেই হবে।