'কম্পিউটার খারাপ', ১৫ দিন ধরে লেনদেন বন্ধ পোস্ট অফিসে

পক্ষকাল ধরে বন্ধ পোস্ট অফিস। 'কম্পিউটার খারাপ' নোটিস ঝুলিয়ে বেপাত্তা পোস্ট অফিসের কর্মীরা এমনকী পোস্ট মাস্টারও। ওদিকে নতুন বছর শুরুর আগে টাকা তুলতে না-পেরে নাজেহাল গ্রাহকরা। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের তিন নম্বর পোস্ট অফিসের। 

Updated By: Dec 29, 2017, 03:46 PM IST
'কম্পিউটার খারাপ', ১৫ দিন ধরে লেনদেন বন্ধ পোস্ট অফিসে

নিজস্ব প্রতিবেদন: পক্ষকাল ধরে বন্ধ পোস্ট অফিস। 'কম্পিউটার খারাপ' নোটিস ঝুলিয়ে বেপাত্তা পোস্ট অফিসের কর্মীরা এমনকী পোস্ট মাস্টারও। ওদিকে নতুন বছর শুরুর আগে টাকা তুলতে না-পেরে নাজেহাল গ্রাহকরা। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের তিন নম্বর পোস্ট অফিসের। 

দু্র্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে দুর্গাপুর তিন নম্বর পোস্ট অফিস। গত ১৫ দিন ধরে পোস্ট অফিসে বন্ধ লেনদেন। পোস্ট অফিসে ন'জন কর্মীর জনাকয়েক শনিবার হাজির থাকলেও ছুটিতে পোস্ট মাস্টার। ভারপ্রাপ্ত আধিকারিক জানালেন, 'সম্প্রতি এই পোস্ট অফিসের দায়িত্ব পেয়েছি। এখানে কিছু সমস্যা রয়েছে। কম্পিউটার বন্ধ থাকায় বেশ কয়েকদিন লেনদেন বন্ধ রয়েছে। কম্পিউটার ঠিক না-হওয়া পর্যন্ত তা চালু করা সম্ভব নয়।' তবে কম্পিউটার কবে ঠিক হবে তার দিনক্ষণ বলতে পারেননি তিনি। 

আরও পড়ুন - মুছে দেওয়া হয়েছিল সিঁদুর, খুলে নেওয়া হয় বালা; স্মৃতি আউড়ে বললেন সরবজিতের দিদি

ওদিকে এক গ্রাহকের কথায়, 'সামনেই নতুন বছর। পুরনো ধারদেনা শোধ করার জন্য টাকার প্রয়োজন। কিন্তু পোস্ট অফিসে লেনদেন বন্ধ থাকায় নগদ পাচ্ছি না। রোজই পোস্ট অফিসে এসে ফিরে যেতে হচ্ছে।' বিপাকে পড়েছেন পেনশনভোগীদের একাংশও। 

.